শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

শিক্ষা

স্বল্প পরিসরে জবি দিবস উদযাপন

জবি প্রতিনিধি ২২ অক্টোবর , ২০২১, ০২:৪২:৪৭

164
  • স্বল্প পরিসরে জবি দিবস উদযাপন

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২১’ স্বল্প পরিসরে সরকারি স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করা হয়েছে । বৃহস্পতিবার ( ২১ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে জবি দিবস উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। 

এই সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

এছাড়াও শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, রেজিস্ট্রার, হলের প্রভোস্ট, বিভিন্ন দফতরের পরিচালক, প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এরপর বেলা ১২টায় ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার শুরুতে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক কোভিড মহামারিতেও স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করায় সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। 

এই সময় তিনি বলেন, এই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টিকা কার্যক্রমের উদ্বোধন করতে পেরে আমরা আনন্দিত। তিনি আরও বলেন, কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত জমিতে খেলার মাঠ এবং কিছু আবাসন ব্যবস্থার আপাতত সমাধান করা হবে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন