রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ , ২৪ মুহররম ১৪৪৭

শিক্ষা

বিশ্ববিদ্যালয় দিবসে হট্টগোলের ঘটনায় দুই বিভাগের পাল্টাপাল্টি অভিযোগ

কুবি প্রতিনিধি ২ জুন , ২০২৫, ১৬:৪৬:৩৫

96
  • বিশ্ববিদ্যালয় দিবসে হট্টগোলের ঘটনায় দুই বিভাগের পাল্টাপাল্টি অভিযোগ

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৮ মে মুক্তমঞ্চে কনসার্ট চলাকালীন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হট্টগোলের ঘটনাকে কেন্দ্র করে উভয় বিভাগই পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। আজ (২ জুন) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং গত ৩১ মে মার্কেটিং বিভাগ প্রক্টর বরাবর পৃথক দুটি লিখিত অভিযোগপত্র জমা দিয়েছে।

সাংবাদিকতা বিভাগের অভিযোগপত্রে বলা হয়, ব্যান্ড ‘বে অফ বেঙ্গল’ মঞ্চে ওঠার আগে বিভাগটির কয়েকজন শিক্ষার্থী নিজেদের মধ্যে রসিকতা করলে মার্কেটিং বিভাগের এস এম সাদির আহমেদ আপত্তি জানান। একপর্যায়ে কথা কাটা-কাটি বেড়ে গেলে সাদির ও সাদেক সরকারসহ প্রায় ২০-২৫ জন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ধাক্কাধাক্কিতে জড়ান। এতে সাংবাদিকতা বিভাগের আতিকুর রহমান তনয় সিঁড়িতে পড়ে গিয়ে আঘাত পান এবং চশমা ভেঙে যায়। পরে সাখাওয়াত অরণ্য, তাজওয়ার তাজ ও তাওহিদুর রহমান সাকিবসহ মার্কেটিং বিভাগের আরও অনেকে “ফ্যাকাল্টিতে কেমনে উঠিস, দেখে নেব” বলে হুমকি দিতে মুক্তমঞ্চে ফিরে আসেন এবং আল শাহরিয়ার অন্তুর ওপর বেল্ট দিয়ে হামলা চালান।

সাংবাদিকতা বিভাগের দাবি, এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে “নারী উত্ত্যক্তকারী” ট্যাগ দিয়ে তাদের সম্মানহানির চেষ্টা করা হয়েছে।

অন্যদিকে মার্কেটিং বিভাগের অভিযোগপত্রে বলা হয়, নারী শিক্ষার্থী নিয়ে অশালীন মন্তব্য করায় সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের বাধা দিলে উল্টো তারাই হামলা চালায়। ভিডিওতে সাদেক সরকারের ওপর একাধিকজন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীর মারধরের দৃশ্য রয়েছে বলেও দাবি করে তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, ‘আমরা মেইল পেয়েছি, তবে ক্যাম্পাস বন্ধ থাকায় এ ব্যাপারে এখন কিছু করা সম্ভব হচ্ছে না। ক্যাম্পাস খুললে আমরা প্রক্টরিয়াল বডি এ বিষয়ে মিটিং করব।’

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন