মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

শিক্ষা

বুটেক্সের নবনির্মিত ক্যান্টিন উদ্বোধন

বুটেক্স প্রতিনিধি ১৫ এপ্রিল , ২০২৫, ১৭:১৯:১৩

71
  • বুটেক্সের নবনির্মিত ক্যান্টিন উদ্বোধন

বুটেক্স: ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রিয়াজুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন শিক্ষার্থীদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি স্থান। এতদিন পূর্ণাঙ্গ ক্যান্টিনের অভাবে আমরা একটি বড় ঘাটতি অনুভব করছিলাম। অবশেষে বর্তমান প্রশাসনের উদ্যোগে সেই অভাব পূরণ হলো। নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের মাধ্যমে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই ক্যান্টিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।”

তবে শিক্ষার্থীদের মধ্যে ক্যান্টিন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মেহেদি হাসান হিমেল বলেন, “শুরুর দিকে সাধারণত সব ক্যাটারিং সার্ভিসই ভালো থাকে। সময়ের সাথে সাথে সার্ভিসের মান ধরে রাখতে পারবে কি না, সেটাই দেখার বিষয়। তাছাড়া, খাবারের দাম কিছুটা বেশি মনে হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন হিসেবে মূল্য আরও সহনীয় করা প্রয়োজন বলে মনে করি।”

উল্লেখ্য, ক্যান্টিনটি একাডেমিক কার্যদিবসে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন