রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ , ২১ শাওয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিপ্রবিতে শিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি ১৪ মার্চ , ২০২৫, ১২:৩৬:১২

88
  • জাবিপ্রবিতে শিশু আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

জামালপুর: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) তে মাগুরায় ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আট বছর বয়েসি শিশু মেয়ে আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১০টা দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই গায়েবানা জানাজা করেন শিক্ষার্থীরা। ফাহাদ আহমেদ এ জানাজায় ইমামতি করেন ।

এর আগে আজ দুপুরে মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়া ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আজ মারা গেছে। বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আছিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকার সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সিএমএইচের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শিশু আছিয়াকে বাঁচানো সম্ভব হয়নি।

জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো. সৈকত ইসলাম বলেন, আমরা দিন দিন আধুনিকতার দিকে ঠিকই আগাচ্ছি কিন্তু বর্বরতা থেকে যেন কোনো মতেই বের হতে পারছি না। একটা মানুষ কতটা জগন্য হলে এরকম একটা অমানবিক কাজ করতে পারে আমার জানা নেই। আমরা আর বাংলার জমিনে আর কোন আছিয়াকে দেখতে না এবং একরকম জানাজা পড়তে চাই না।

শিশু আছিয়ার বিচারের বিষয়ে তিনি আরও বলেন, আছিয়ার মৃত্যুর সাথে জড়িত মানুষরূপী পশুদের প্রকাশ্য দিবালোকে মৃত্যুদন্ড দেওয়া হোক যাতে করে আর কেউ দ্বিতীয়বার একরকম করতে চাইলে কলিজা কেঁপে ওঠে। সবশেষে আছিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন