মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

শিক্ষা

ছাত্রদল নেতার উদ্যোগে ৩ দিনব্যাপী ইফতার কার্যক্রম শুরু

বেরোবি প্রতিনিধি ১৩ মার্চ , ২০২৫, ১১:৪১:০৭

248
  • ছবি : নিউজজি

বেরোবি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রদল নেতা জহির রায়হানের উদ্যোগে ৩ দিনব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, আবু সাঈদ চত্বরে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করেন ছাত্রদল নেতা জহির। ইফতার বিতরণের সময় ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বেরোবি ছাত্রদল নেতা জহির রায়হান বলেন, রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। এ মাসে সবাই মিলে একে অপরের পাশে দাঁড়ানো উচিত। সমাজের নিম্নআয়ের মানুষ, পথচারী ও সুবিধাবঞ্চিতরা যেন ইফতার থেকে বঞ্চিত না হন, সে জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। দল-মত নির্বিশেষে মানবতার সেবায় কাজ করতে পারলেই প্রকৃত আনন্দ পাওয়া যায়।

ছাত্রদল নেতা ইসমাইল হোসেন বলেন, ছাত্রদল সর্বদা মানবিক কার্যক্রমে বিশ্বাসী। রমজানের এই পবিত্র মাসে আমাদের সামর্থ অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাড়াতে চাই। এই ইফতার বিতরণ কর্মসূচীর মাধ্যমে আমরা সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে চাই।

তরুণ ছাত্রনেতা মাহিন বলেন, আমি বিশ্বাস করি, ছাত্রদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি পরিবার, যা মানবতার সেবায় সবসময় নিবেদিত। আজকের ইফতার বিতরণ কর্মসূচীর মতো ভবিষ্যতেও আমরা বিভিন্ন ইতিবাচক কর্মসূচীর মাধ্যমে মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন