রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ , ২১ শাওয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবিতে ইয়ুথ জার্নালিস্টস ফোরামের কর্মশালা ও ইফতার মাহফিল

বেরোবি প্রতিনিধি ১২ মার্চ , ২০২৫, ১২:১৬:২৯

55
  • ছবি : নিউজজি

বেরোবি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বেরোবি শাখার আয়োজনে ক্যাম্পাস সাংবাদিকতার হাতেখড়ি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের গ্যালারি রুমে এই কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক আল হুমাইরা জান্নাতি ঐশির সঞ্চালনায় ও গাজী আজম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

এ সময় তিনি বলেন, তোমরা সমাজের অন্যায় অনিয়ম তুলে ধরতে যে মহান পেশায় পা রাখছো তার জন্য তোমাদের সাধুবাদ জানাই। যদি তোমরা বিশ্ববিদ্যালয়ের যেকোন অনিয়ম বা দুর্নীতি পাও সেটি যথাযথভাবে কর্তৃপক্ষের কাছে এড্রেস করবে। তবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিশ্ববিদ্যালয়কে নিয়ে নেগেটিভিটি ছড়ানো যাবে না। এটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক সারোয়ার আহমেদ ও দ্য ডেইলি অবজারভার পত্রিকার রংপুর প্রতিনিধি লাবনী ইয়াসমিন লুনী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ প্রামানিক, সেন্ট্রাল লাইব্রেরি অন্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মো. মনিরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন