সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

জাককানইবি প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি , ২০২৫, ১৬:২৭:০০

97
  • নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

জাককানইবি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের ১৯ টি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) নিয়মিত শিক্ষার্থীদের ২০ জনকে বৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) উপাচার্যের অফিস কক্ষের পাশের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই বৃত্তি প্রদান করা হয়। চূড়ান্ত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতি বিভাগের প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ-এর বার্ষিক অর্থায়ন থেকে এই বৃত্তি প্রদান করা হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) ও উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের হাতে বৃত্তির ১০ হাজার টাকার চেক, সনদ ও ক্রেস্ট প্রদান করেন।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “তোমরা কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে প্রত্যেকে নিজ নিজ বিভাগে প্রথম স্থান অধিকার করেছো, এটা তোমাদের অবশ্যই একটি সফলতা। এই সফলতার জন্য তোমাদের যে বৃত্তি দেয়া হচ্ছে তা সামান্য হলেও তার গুরুত্ব অপরিসীম। এটা তোমাদের কৃতিত্বের স্বীকৃতি। তবে তোমাদের উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে সেরা অবস্থান ধরে রাখতে আরও কঠোর পরিশ্রম ও অধ্যবসায় করতে হবে। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের আরও দক্ষ করে গড়ে তুলতে হবে। আমরা আশা করি তোমরা ভবিষ্যতে কবি কাজী নজরুল ইসলামের মান রক্ষার্থে ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানকে উজ্জ্বল করতে কর্মক্ষেত্রেও কৃতিত্বের স্বাক্ষর রাখবে।”

বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের জন্য কবি পরিবারের সদস্যদের নামে ৬টি বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্তরা হলেন—কলা অনুষদ (প্রমীলা বৃত্তি) বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের মজিবুর রহমান, ইংরেজি ভাষা ও সাহিত বিভাগের বেনজীরে জাহান, সঙ্গীত বিভাগের নাহিদা ইসলাম, থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের হুমায়রা আক্তার, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সানজিদা ইয়াসমিন। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ (কাজী সব্যসাচী বৃত্তি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কমল চন্দ্র বনিক, ইলেকট্রিক্যাল এন্ড ইলেট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সোমাইয়া সোলায়মান। মিতু, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথভাবে হাফসানা আক্তার ও লায়লা মোস্তারী। সামাজিক বিজ্ঞান অনুষদ (কাজী অনিরুদ্ধ বৃত্তি) অর্থনীতি বিভাগের তৌহিদা ইসলাম, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের ফাতেমা-তুজ-জহুরা জেনী, ফোকলোর বিভাগের মেজবাহ উদ্দিন ফাহিম, নৃবিজ্ঞান বিভাগের মো. আনাসুর রহমান ছাহাল, পপুলেশন সায়েন্স বিভাগের নাজরাতুন নাঈম মামদুদা, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের রোনা আক্তার। ব্যবসায় প্রশাসন অনুষদ (বুলবুল বৃত্তি) হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের নাসরিন আক্তার, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের হেনা আক্তার জুঁই, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের মাহমুদা আক্তার। চারুকলা অনুষদ (উমা কাজী বৃত্তি) চারুকলা বিভাগের স্বর্ণা সরকার। আইন অনুষদ (কল্যাণী কাজী বৃত্তি) আইন ও বিচার বিভাগের তরিকুল কবির।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন