সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

শিক্ষা

শেখ পরিবারের স্মৃতি মুছে ফেলতে গিয়ে গুরুতর আহত এক শিক্ষার্থী

জাককানইবি প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি , ২০২৫, ১৩:২১:২২

213
  • ছবি : নিউজজি

জাককানইবি: ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম-ফলক খুলার সময় মই থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেইসবুক লাইভে দেয়া বক্তব্য প্রত্যাখ্যান ও বিশ্ববিদ্যালয়ে মুজিব পরিবারের চিহ্ন মুছে দিতে রাতে নজরুল ভাষ্কর্যের সামনে জরো হন শতাধিক শিক্ষার্থী। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর নাম ফলক ও ম্যুরাল ভাঙা শুরু করেন তারা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মই নিয়ে বঙ্গবন্ধু হলের সামনে ম্যুরাল ভেঙে ফেলেন। এক সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নেইম-প্লেট খুলতে গেলে মেয়ে শিক্ষার্থীদের বাধার সম্মুখীন হন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মেয়ে শিক্ষার্থী জানান, সকাল হলে সব কিছুই সময় নিয়ে সুন্দর ভাবে করা যেত। মধ্য রাতে এতগুলো মেয়েকে হয়রানি করা উচিত হয় নি। হুট করে ৫-৭ জন ছেলে হলের গেট দিয়ে প্রবেশ করায় আমরা সবাই আতঙ্কিত হয়ে যাই। মেয়েদের নিরাপত্তার একটা বিষয় আছে, আমরা নাম-ফলক ভাঙ্গতে বাঁধা দেই নি। বরং আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে এই কাজ সকালে করার জন্য বলতেছিলাম।

বঙ্গমাতা হলের নাম-ফলক ভাঙ্গতে গিয়ে সাহায্যকারীদের অসাবধানতাবশত মই থেকে পড়ে গিয়ে বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহজালাল আহমেদ জনি গুরুতর আহত হয়।

আহত শিক্ষার্থীকে চিকিৎসার জন্য অতি দ্রুত সময়ের মধ্যেই অ্যাম্বুলেন্স দিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। হাত ও মুখে গুরুতর আঘাত পেয়েছেন তিনি।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন