রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ , ১৭ শাবান ১৪৪৬

শিক্ষা

আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবিতে রাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবি প্রতিনিধি ২০ জানুয়ারি , ২০২৫, ১৫:৫৬:৩৮

83
  • ছবি : নিউজজি

রাবি: আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি, গণ-অভ্যুত্থানে গ্রাফিতির ছবি পাঠ্যপুস্তকে পুনঃস্থাপন এবং আদিবাসী শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা ও পুলিশি নিপীড়নের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আদিবাসী ছাত্র পরিষদ ও রাজশাহী মহানগর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী চত্বর থেকে মিছিল শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীদের, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘আমার ভাইকে মারলো কেন, রাষ্ট্র তোমার জবাব চাই’, ‘লড়াই হবে সমান তালে, পাহাড় কিংবা সমতলে’, ‘আমরা নই উপজাতি, আমরা সবাই বাংলাদেশি’, ‘তোমার আমার পরিচয়, আদিবাসী আদিবাসী’, ‘অধিকার আদায়ের সংগ্রাম চলবে, চলবে’, ‘অস্তিত্বের সংগ্রাম চলবে, চলবে’, ‘আমরা আছি, থাকব, যুগে যুগে লড়ব, ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সংক্ষিপ্ত সমাবেশে আদিবাসী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটির সাধারণ সম্পাদক প্রিন্স হেমন্ত টুডু বলেন, আমাদের ইতিহাস দেখলেই বোঝা যায়, আদিবাসীরা দীর্ঘদিন ধরে এই ভূমিতে নিষ্পেষিত ও নির্যাতিত। আমাদের উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে অবজ্ঞা করা হয়, যা আমরা তীব্রভাবে নিন্দা জানাই। সামান্য একটি গ্রাফিতি দেখে অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। কিন্তু যারা এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, তারা আমাদের মতো একটি ছোট গোষ্ঠীকে নিয়ে এতটা ভয় পান কেন? আদিবাসী সমাজ এখন জেগে উঠেছে। আমরা অধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।

সমাবেশে অংশ নিয়ে রাবির ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম সারওয়ার বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছিল, তা আজ নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। আদিবাসী শিক্ষার্থীরা তাদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে গণতান্ত্রিকভাবে আন্দোলন করছিল, কিন্তু ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামের একটি সংগঠন তাদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। এ ঘটনায় আমি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাই। পাশাপাশি, আদিবাসীদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিয়ে একটি সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানাচ্ছি।

ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক মোহাম্মদ আলী রেজা উল্লেখ করেন, চল্লিশ হাজার বছরের মানুষের ইতিহাসে বাংলাদেশে বসবাসের ঐতিহ্য রয়েছে, যা অস্বীকার করা যায় না। যারা আন্দোলনকারীদের ওপর হামলা করেছে, তারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে না। কোনো গোষ্ঠী বা সম্প্রদায়কে উপেক্ষা করে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করা সম্ভব নয়। বর্তমান সরকার যদি এই চেতনাকে ব্যর্থতায় পর্যবসিত করে, তাহলে তাদেরকে কঠিন জবাবদিহির মুখোমুখি হতে হবে।

এছাড়াও বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন