বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১ , ২৩ রজব ১৪৪৬

শিক্ষা

ড্যাফোডিলে উৎসবমুখর পরিবেশে সমাপ্ত জেএমসি মিডিয়া বাজের ৬ষ্ঠ আসর

নিউজজি প্রতিবেদক ৬ ডিসেম্বর , ২০২৪, ১৫:২১:৪৩

91
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের সিগনেচার প্রোগ্রাম জেএমসি মিডিয়া বাজ- ফল ২০২৪ এবং এর ৬ষ্ঠ আসর উৎসমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী এই আয়োজনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয় ৫ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে। দিনের শুরুতে সাংবাদিকতা বিভাগের প্রধান ড. আফতাব হোসেন এর সঞ্চালনায় “নিউ মিডিয়া এবং বাংলাদেশ ২.০: ডিজিটাল ব্যস্ততার ভবিষ্যত” শীর্ষক একটি বিশ্লেষণ পর্বের মাধ্যমে আলোচনা শুরু হয়।

আলোচনায় উপস্থিত ছিলেন টেলিভিশন সাংবাদিক এবং কমিউনিকেশন কনসালটেন্ট মাহফুজুর রহমান মিশু, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি, চিত্রনাট্যকার এবং সিনেমা নির্মাতা ভিকি জায়েদ।

আলোচনায় অতিথিদের সঙ্গে সাংবাদিকতা বিভাগের প্রধান ড. আফতাব হোসেন বলেন, জেএমসি মিডিয়া বাজ আমাদের বিভাগের একটি সিগনেচার প্রোগ্রাম। যা মূলত আমাদের শিক্ষার্থীরা আয়োজন করে। ধারাবাহিক ভাবে এক একটি ব্যাচ এক একটি আসরের আয়োজন করেন। এবারের মিডিয়া বাজ ফল ২০২৪ এর আয়োজন করেন ৪৬ব্যাচের শিক্ষার্থীরা। আর মিডিয়া বাজের বাজের বিষয়বস্তু নির্ধারণ করা হয় সাম্প্রতিক ইস্যু নিয়ে, যেমন এবার ‘নিউ মিডিয়া এবং বাংলাদেশ ২.০’  এই থিমের আওতায় আমাদের বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

টেলিভিশন সাংবাদিক এবং কমিউনিকেশন কনসালটেন্ট মাহফুজুর রহমান মিশু বলেন, আমরা যেহেতু সকল তথ্য মিডিয়ার মাধ্যমে পাই তাই মিডিয়ার উন্নয়নে আমাদের কাজ করতে হবে। মিডিয়া নিয়ে সমালোচনা করার পাশাপাশি মিডিয়ার প্রতি কৃতজ্ঞতাও জানাতে হবে এবং মিডিয়ার ভুলগুলো নিয়ে কথা বলতে হবে। তাহলে আমাদের মিডিয়া কিছুটা হলেও পরিবর্তনের দিকে যাবে।

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি বলেন,

“আমি যা স্বপ্ন দেখি, আমি তা বাস্তবায়ন করার চেষ্টা করি। ছোটবেলা থেকেই আমি একজন চলচ্চিত্র নির্মাতা হতে চেয়েছিলাম এবং আমি সফল হয়েছি।”

অনুষ্ঠানের পরবর্তী পর্বে দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত শর্ট ফিল্ম প্রতিযোগিতায় নির্বাচিত ১০টি শর্ট ফিল্ম প্রদর্শিত হয়। বিজয়ী ৩টি দলের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। এইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “নয়া মানুষ” সিনেমার অভিনেত্রী মৌসুমী হামিদ, চলচ্চিত্র নির্মাতা রনক হাসান, এবং গায়িকা মাসা ইসলাম।

দ্বিতীয় পর্বে দুপুর ২টা থেকে বিক্রয় সম্পাদনার উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফায়েত রাকিব। সবশেষে বিকেল ৪টায় ক্যাম্পাসের বনমায়া প্রাঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে “জেএমসি মিডিয়া বাজ ফল ২০২৪” এর সমাপ্তি ঘোষণা করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. লিজা সারমিন, সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাবিল খান জামিল, মিডিয়া ল্যাবের পরিচালক এস.এম. আব্দুর রাজ্জাক, প্রভাষক জাহিদুল ইসলাম জুবায়ের, সাবহা বিনতে জাকির তুর্ণা, সাকিব মোহাম্মদ শাহাদাত ইলিয়াস, মেহেরাবুল হক রাফি প্রমুখ।

এর আগে ৪ ডিসেম্বর (বুধবার) উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে “জেএমসি মিডিয়া বাজ ফল ২০২৪ এর আনুষ্ঠানিকতা শুরু হয়। সেদিন ফটোগ্রাফি প্রতিযোগিতা, টেজার হান্টসহ নানা ইভেন্ট অনুষ্ঠিত হয় এবং সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন জনপ্রিয় ফটোগ্রাফাররা।

জেএমসি মিডিয়া বাজ ফল ২০২৪ বেভারেজ পার্টনার ছিল সানকুইক, কালচারাল পার্টনার ডিআইইউ ব্র্যান্ড সোসাইটি, ডকুমেন্টারি পার্টনার ডিআইইউ ফটোগ্রাফি সোসাইটি এবং ক্রিয়েটিভ পার্টনার হিসেবে ছিল ইম-পাবলিশ।

উল্লেখ্য জেএমসি মিডিয়া বাজের মাধ্যমে শিক্ষার্থীরা  ইন্ডাস্ট্রির পেশাদারদের মধ্যে সম্পর্ক স্থাপন এবং মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরী করে।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন