মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

শিক্ষা

ববি সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি সোহান-সম্পাদক ইমন

ববি প্রতিনিধি ৪ ডিসেম্বর , ২০২৪, ১২:০৪:৪৭

320
  • ছবি : নিউজজি

ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোতালেব হোসেন সোহান এবং সাধারণ সম্পাদক হিসেবে শেখ ইমন নির্বাচিত হয়েছেন। তারা সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতির শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন এবং অ্যাসোসিয়েশনের উন্নয়নের বিভিন্ন কার্যক্রম ও সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করবেন।

নির্বাচিত সভাপতি সোহান বলেন, আমাদের লক্ষ্য থাকবে সদস্যদের স্বার্থ রক্ষা করা। জেলার সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ করা। নতুন প্রজন্মের জন্য শিক্ষা, প্রশিক্ষণ এবং সুযোগ তৈরি করা। সকলের জন্য একটি স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করা। এছাড়াও সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতি যেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাতক্ষীরার শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ সুবিধা ও সাহায্য দিতে পারে এই বিষয়টি নিশ্চিত করবেন।

নির্বাচিত সাধারণ সম্পাদক শেখ ইমন বলেন, আমাদের অ্যাসোসিয়েশন শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি আমাদের জেলার পরিচয়, ঐতিহ্য এবং একতা তুলে ধরার প্রতীক। আমি বিশ্বাস করি, একসাথে কাজ করলে আমরা যেকোনো লক্ষ্য অর্জন করতে পারি।

আমরা সবাই এক সাথে কাজ করে অ্যাসোশিয়েশনকে উন্নতির দিকে নিয়ে যাব। সকল সমস্যার সমাধানে এক সাথে কাজ করব। সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতির একজন সদস্য অমিও মণ্ডল বলেন, ভোটাররা কোনো প্রকার প্রভাব ছাড়া ভোট দেবার সুযোগ পেয়েছেন বলে আমার মনে হয়েছে। আমার বিশ্বাস এই নির্বাচনের মাধ্যমে বিজয়ীদের হাত ধরে আমাদের অ্যাসোসিয়েশনে অনেক প্রাণবন্ত হবে এবং আরও অনেক দূর এগিয়ে যাবে। আমাদের অ্যাসোসিয়েশনের সচলতা তুলনামূলকভাবে কম রয়েছে। আশা করি যারা নির্বাচিত হয়েছেন তারা আমাদের অ্যাসোসিয়েশনের উন্নয়নে সর্বোচ্চ নিবেদন করবেন।

এছাড়াও অ্যাসেশিয়েশনের আরেক সদস্য সাদিয়া পারভীন কণা মনে করেন যে এটা একটি খুবই নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন ছিলো, এবং এই নেতৃত্বের হাত ধরেই সাতক্ষীরা জেলা সমিতি অনেকদূর এগিয়ে যাবে।

নিউজজি/এসএম/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন