বুধবার, ১৮ জুন ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২ , ২১ জিলহজ ১৪৪৬

শিক্ষা

কুবি শিক্ষক জসিমকে কারণ দর্শানোর নোটিশ

কুবি প্রতিনিধি ২ অক্টোবর , ২০২৪, ১৯:১৪:১৫

362
  • কুবি শিক্ষক জসিমকে কারণ দর্শানোর নোটিশ

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর পর এবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো: জসিম উদ্দিনকে কারণ দর্শানোর একটি নোটিশ দেয়া হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর দাখিল করতে হবে।’

অভিযুক্ত ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. জসিম উদ্দিন বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ই-মেইলের মাধ্যমে একটি চিঠি পেয়েছি।’

প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় প্রধান বরাবর লিখিত অভিযোগ দেয়। অভিযোগ পত্রে গড় নম্বর দেয়া, পাঠদানে স্বেচ্ছাচারিতা করা, শিক্ষার্থীদের ব্যক্তিগত বিষয় নিয়ে শ্রেণিকক্ষে নানা নেতিবাচক আলোচনা করা ও একাধিক নারী শিক্ষার্থীকে বডি শেমিং করা সহ নানা অভিযোগ উল্লেখ করে। এছাড়া তারা অভিযোগপত্রে বলে, অভিযুক্ত শিক্ষক যেনো তাদের কোনো ধরনের একাডেমিক কার্যক্রম সম্পৃক্ত না হয় তা উল্লেখ করা হয়। এই বিষয়ে সংবাদ প্রকাশ হলে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় জুড়ে শুরু হয় সমালোচনার ঝড়।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন