সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ , ১০ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

কুবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২৭ অক্টোবর

কুবি প্রতিনিধি ২ অক্টোবর , ২০২৪, ১৫:৪৪:৪৫

219
  • ছবি : সংগৃহীত

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে আগামী ২৭ অক্টোবর। এছাড়া চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত। বুধবার (২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার।

তিনি বলেন, আগামী ২৭ অক্টোবর থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। কোটার ভিত্তিতে যে ফলাফল তা আগামী ৩ অক্টোবর মুঠোফোনে এসএমএস এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কোটার ভিত্তিতে ফলাফলের সাক্ষাৎকার আগামী ৬ ও ৭ অক্টোবর অনুষ্ঠানি হবে। পাশাপাশি, আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চূড়ান্ত ভর্তির কার্যক্রম অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত ২৭ এপ্রিল। এছাড়া, বি ইউনিটের ৪ মে ও সি ইউনিটের ১১ মে অনুষ্ঠিত হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন