রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১ , ১০ শাবান ১৪৪৬

শিক্ষা

‘তুমি কে? আমি কে? রাজাকার রাজাকার' স্লোগানে উত্তাল রাবি

রাবি প্রতিনিধি ১৫ জুলাই , ২০২৪, ১১:৩০:৫৯

246
  • ছবি : নিউজজি

রাবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে প্রত্যাক্ষাণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মিছিল বের করেন কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় স্লোগানে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস।

রোববার (১৪ জুলাই) রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ে শামসুজ্জোহা চত্বরে একত্রিত হয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তারা।

এ সময় তারা, 'তুমি কে আমি কে, রাজাকার রাজাকার', 'রাবির মাটি, রাজাকারের ঘাঁটি', 'ছাত্র সমাজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন', 'জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে',' চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার', 'তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার', 'বঙ্গবন্ধুর মাটির রাজাকারের ঘাঁটি' স্লোগানে প্রতিবাদ জানান।

ভ্যাটেরিনারি বিভাগের আসাদুল্লাহ নামে এক শিক্ষার্থী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে যে বক্তব্যটা দিয়েছে, সেখানে মুক্তিযুদ্ধের ছেলেদের বাহিরে সবাইকে রাজাকার বলা হয়েছে। আমি কেমনে রাজাকার হই? তাই আমি এর প্রতিবাদ জানাচ্ছি।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন