শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

অর্থ ও বাণিজ্য
  >
কর্পোরেট সংবাদ

১৫ দিনে ৫২০ কোটি টাকা লুটে নিয়েছে ডিম-মুরগি সিন্ডিকেট

নিউজজি প্রতিবেদক ২০ আগস্ট , ২০২২, ১৩:০৪:৫৪

256
  • ১৫ দিনে ৫২০ কোটি টাকা লুটে নিয়েছে ডিম-মুরগি সিন্ডিকেট

ঢাকা : ১৫ দিনে দেশের ভোক্তা ও ক্ষুদ্র খামারিদের কাছ থেকে ৫২০ কোটি টাকা লুটে নিয়েছে পোল্ট্রি খাতের সিন্ডিকেট। ডিম, এক দিনের বাচ্চা এবং ব্রয়লার ও লেয়ার মুরগির দাম সিন্ডিকেট করে বাড়িয়ে এই অর্থ লুটে নিয়েছে তারা। আর এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত রয়েছে পোল্ট্রি খাতের ১০-১২ টি দেশি-বিদেশি কোম্পানি।

শনিবার (২০ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দেশের ক্ষুদ্র খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশনের নেতারা।

সংগঠনটির নেতারা বলেন, কোম্পানিগুলো গত ১৫ দিনে ডিমের দাম বাড়িয়ে লুটে নিয়েছে ১১২ কোটি টাকা। বাচ্চার দাম বাড়িয়ে লুটে নিয়েছে ২৩৪ কোটি টাকা এবং ব্রয়লার মুরগির দাম বাড়িয়ে লুটে নিয়েছে ১৭২ কোটি টাকা। এভাবে সব মিলে প্রায় ৫২০ কোটি টাকা লুটে নিয়েছে তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বাংলাদেশ পোল্ট্রি এসোসিয়েশনের সভাপতি মো. সুমন হাওলাদার। এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. ইলিয়াস খন্দকার, সহসভাপতি বাপ্পি কুমার দে। সংগঠনের সভাপতি তার বক্তব্যে আরও বলেন, এই ১০১২টি কোম্পানি দেশের পোল্ট্রি খাতকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বড় সিন্ডিকেটকারী প্রতিষ্ঠান কাজী ফার্ম। এ ছাড়া উল্লেখযোগ্য কয়েকটির মধ্যে রয়েছে প্যারাগন, সিপি, নিউ হোপ, নারিশ, সুকামা, ৭১ এবং আফিল।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন