বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১ , ২২ রজব ১৪৪৬

অর্থ ও বাণিজ্য
  >
কর্পোরেট সংবাদ

রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর "ডিজিজ প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট " শীর্ষক আলোচনা এবং প্রজেক্ট চেক হস্তান্তর।

নিউজজি ডেস্ক ৭ ডিসেম্বর , ২০২৪, ১১:৪৫:৪৫

171
  • ছবি: নিউজজি

ঢাকা: গত ৫ই ডিসেম্বর ২০২৪ রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা ক্লাব লিমিটেড এর কনফারেন্স রুমে রোটারি ক্লাব অফ ঢাকা নর্থ ইস্টের ১৫৫২ তম সভা অনুষ্ঠিত । সেই  সাথে রোটারির আন্তর্জাতিক মাস ভিত্তিক থিম এর আওতায় সেপ্টেম্বর মাস  "ডিজিজ প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট" শীর্ষক আলোচনা করা হয়।

রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর সভাপতি রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম এর সভাপতিত্বে সমবেতকণ্ঠে জাতীয় সঙ্গীত এবং রোটারি ইনভোকেশন পাঠ করেন ক্লাব চার্টার মেম্বার এবং ট্রেজারার রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট ইফতেখার হোসেন।

ক্লাব সভার পাশাপাশি   " ডিজিজ প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট" শীর্ষক আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ক্লাব চার্টার মেম্বার পিডিজি রোটারিয়ান এএফএম আলমগীর, পিএইচএফ বি এমডি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাব চার্টার মেম্বার রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট এস এম হোসেন শাহী, রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট প্রকৌশলী মোঃ রিয়াজুল ইসলাম রিজু, রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট মুহাম্মদ মনিরুল হক মনির,

রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট হোসনে আরা চৌধুরী,

রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট ইয়াহিয়া সোহেল।

পিডিজি রোটারিয়ান এএফএম আলমগীর, পিএইচএফ বি এমডি

বলেন রোটারির সাতটি ফোকাস এরিয়ার মধ্যে ডিজিজ প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অন্যতম।রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এ ফোকাস এরিয়াতে দীর্ঘদিন কাজ করছে। সমগ্র বিশ্বে  রোটারি ফাউন্ডেশন এর সহায়তায় পোলিও নির্মুল করে,পোলিও মুক্ত বিশ্ব ঘোষণা হয়েছে ।

ক্লাব সভাপতি রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম বলেন রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ক্লাব মেডিকেল এসিস্ট্যান্ট ফান্ড থেকে অসহায় দূস্থদের জন্য আর্থিক সহায়তা করছে।

এছাড়াও বর্তমানে ঢাকার মিরপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যাপ্টিস্ট ইন্ট্রেগেটেড মিশন স্কুল(বিএমআইএস),

কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীর বৃত্তি প্রদান এবং পাবনায় অবস্থিত ক্লাব আর.সি.সি কাশিনাথপুর এ  শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ, এদ্রাকপুর আলিম মাদ্রাসা, কাশিনাথপুর আঃ লতিফ উচ্চ বিদ্যালায়ে মেধাবী ও দরিদ্র ছাত্র ছাত্রীদের জন্য বিনা বেতনে পড়াশোনা সুযোগের জন্য  রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর বৃত্তি চালু রয়েছে।

ক্লাব সার্জেন্ট এট আর্মস

রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট কাজল কান্তি চৌধুরী মিটিং সার্জন্ট রিপোর্ট পাঠ করেন।

ক্লাব সেক্রেটারি রোটারিয়ান সালেক সাব্বির আহমেদ  পরবর্তী মিটিং এর ঘোষণা দিলে সভাপতি সভার সমাপ্তি  ঘোষণা করেন।

মিটিং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিবিএ-ফাইন্যান্স (ফাইনাল সেমিস্টার) শিক্ষার্থী নিপার হাতে বৃত্তির চেক হস্তান্তর করা হয়।

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন