মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ , ৮ জুমাদাউস সানি ১৪৪৬

অর্থ ও বাণিজ্য
  >
কর্পোরেট সংবাদ

এমটিবি’র রজত জয়ন্তী উদযাপন

নিউজজি ডেস্ক ২৯ অক্টোবর , ২০২৪, ১৭:২১:১২

87
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) তাদের কর্পোরেট হেড অফিসে রজত জয়ন্তী উদযাপন করেছে। এই উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি স্কিমের (সিজিএস) অধীনে গ্রাহকদের নতুন ঋণ বিতরণ করেছে।

সিজিএস প্রোগ্রামটি মূলত সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য, যারা প্রথাগত ব্যাংক ঋণ সুবিধা নিতে পারলেও প্রয়োজনীয় জামানত দিতে অসমর্থ। এই উদ্যোগের আওতায় ২৫ জন উদ্যোক্তা ঋণ সুবিধা পেয়েছেন, যাদের মধ্যে ২০টি উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন নারী উদ্যোক্তারা।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাহকদের কাছে ঋণ অনুমোদনপত্র তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজিডির পরিচালক নাহিদ রহমান, বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি পরিচালক নওশাদ মুস্তফা। এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং সিজিএস স্কিমের সুযোগ ও সুবিধার উপর জোর দেন। বাংলাদেশ ব্যাংক ও এমটিবি’র অন্যান্য কর্মকর্তারাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
এ বিভাগের অন্যান্য সংবাদ