মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ , ৮ জুমাদাউস সানি ১৪৪৬

অর্থ ও বাণিজ্য
  >
কর্পোরেট সংবাদ

পুনরায় এডিলেইডে এমিরেটসের দৈনিক ফ্লাইট

নিউজজি ডেস্ক ২৯ অক্টোবর , ২০২৪, ১৭:০৯:৩৭

81
  • সংগৃহীত

ঢাকা: এমিরেটস এয়ারলাইন পুনরায় দুবাই-এডিলেইড রুটে দৈনিক ফ্লাইট চালু করেছে। এর ফলে এই রুটে সপ্তাহে ৪ হাজার ২০০ যাত্রী আসন পাওয়া যাবে এবং প্রতি বছর ২ লাখ ২০ হাজার ৪০০ যাত্রী ভ্রমণ করতে পারবেন।

ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে বোয়িং ৭৭৭-২০০এলআর। দুই কেবিন বিশিষ্ট এই উড়োজাহাজটির বিজনেস শ্রেণীতে ৩৮টি এবং ইকোনমি শ্রেণীতে ২৬৪টি আসন রয়েছে। উড়োজাহাজটি তার বেলিহোল্ডে প্রতি ফ্লাইটে ১৪টন এবং প্রতি সপ্তাহে দুবাই-এডিলেইড রুটে ১৮৬টন কার্গো পরিবহণ করতে পারবে।

এমিরেটস বর্তমানে সিডনী, মেলবোর্ন, ব্রিজবেন, পার্থ এবং এডিলেইডে সপ্তাহে ৭০টি ফ্লাইট পরিচালনা করছে। চলতি বছরের ১ ডিসেম্বর থেকে পার্থে পুনরায় দ্বিতীয় দৈনিক ফ্লাইট শুরু হলে, অস্ট্রেলিয়ায় সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা ৭৭টিতে উন্নীত হবে। তখন দুবাই-অস্ট্রেলিয়ার মধ্যে প্রতি সপ্তাহে ৬৮ হাজার যাত্রী পরিবহণ করতে পারবে এয়ারলাইনটি এবং ভায়া দুবাই বিশ্বের ১৪০টির অধিক গন্তব্যে সুবিধাজনক সংযোগ পাবেন যাত্রীরা।

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
এ বিভাগের অন্যান্য সংবাদ