বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ , ৫ জুমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থ ও বাণিজ্য
  >
কর্পোরেট সংবাদ

উদ্দীপনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিউজজি ডেস্ক ২২ ফেব্রুয়ারি , ২০২৪, ১৬:৫২:৫১

6K
  • ছবি: সংগৃহীত

ঢাকা: উদ্দীপনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের কনভেনশন সেন্টারে সকাল ১১টায় দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় আলোচকবৃন্দরা বলেন, আজকের দিনে সকল ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। তারা যে চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভাষার জন্য শহীদ হয়েছিলেন, আমাদেরও সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। উক্ত সভায় আলোচনায় অংশ নেন ইমেরিটাস চেয়ারম্যান শহীদ হোসেন তালুকদার, ড. মিহির কান্তি মজুমদার (সাবেক চেয়ারম্যান), শওকত হোসেন, কোষাধ্যক্ষ, পরিচালনা পর্ষদ সদস্য মাহবুবুর রহমান, মীনা রানী সরকার এবং উদ্দীপনের নির্বাহী পরিচালক ও সিইও বিদ্যুত কুমার বসু।

এছাড়া, উদ্দীপনের সকল জোন, অঞ্চল এবং শাখায় গভীর শ্রদ্ধা পালন করা হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন শাখায় স্বাস্থ্য ক্যাম্প ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা জোন ও ঢাকা উত্তর অঞ্চলের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জোন, অঞ্চল ও শাখা কর্তৃক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

উদ্দীপন গোপালগঞ্জ অঞ্চল কর্তৃক আয়োজিত যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কচুয়া অঞ্চলে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। জামালপুর অঞ্চলের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। 

দিবসটি উপলক্ষে উদ্দীপন জয়পুরহাট অঞ্চল ও জয়পুরহাট সদর শাখা কর্তৃক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় উদ্দীপন-ভাষা শহীদ আব্দুল জব্বার (গফরগাঁও) শাখার উদ্যোগে গ্রামের মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পাবনা অঞ্চল আয়োজিত যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাগেরহাট অঞ্চলের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সকল ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উদ্দীপন ভেড়ামারা অঞ্চল কুষ্টিয়া জোনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়াও ফরিদপুর, বরিশাল, কুমিল্লা, সিলেট, রংপুর, কুড়িগ্রাম, লরালমনিরহাট, নেত্রকোনা, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা, দিনাজপুরসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় দিবসটি।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন