বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ , ৬ রবিউস সানি ১৪৪৬

অর্থ ও বাণিজ্য
  >
কর্পোরেট সংবাদ

এনসিসি ব্যাংকের বাৎসরিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত

নিউজজি ডেস্ক ২৮ নভেম্বর , ২০২৩, ১৩:০৩:২৯

126
  • ছবি: সংগৃহীত

ঢাকা: ঝুঁকি বিষয়ক সচেতনতা বৃদ্ধি, শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা তৈরী এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনাবলী মেনে চলার প্রত্যয় নিয়ে এনসিসি ব্যাংক লিমিটেডের বাৎসরিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৩ সম্প্রতি ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনের এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো “jv “Risk in Digital Banking: Challenges of Managing Risk in Digital Transformation” সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন-২ বিভাগের পরিচালক মোঃ জবদুল ইসলাম।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম.শামসুল আরেফিন, বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন-২ বিভাগের যুগ্ম পরিচালক রাশেদুল ইসলাম ও মাহমুদা হক বক্তব্য প্রদান করেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মোঃ রাফাত উল্লা খান অনষ্ঠানটি সমন্বয় করেন। এসময়, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও করপোরেট বিজনেস প্রধান মোঃ মাহবুব আলম, প্রধান কার্যালয়ের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যবৃন্দ, বিভাগীয় প্রধানগণ এবং নির্বাচিত শাখার ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন। এছাড়া, ব্যাংকের অন্যান্য শাখার ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ডিজিটাল প্লাটফর্মে যুক্ত হন।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোঃ জবদুল ইসলাম ব্যাংকিং সেক্টরের প্রতিটি ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ও টেকসই ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য ঝুঁকি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন এবং “Risk in Digital Banking” শীর্ষক যুগোপযুগী বিষয় নিয়ে আলোকপাত করার জন্য এনসিসি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, এনসিসি ব্যাংক সর্বদাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতোবেক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ঝুঁকি ব্যবস্থাপনায় কাজ করে যাচ্ছে। তিনি Digital Transformation সহ সকল ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকিগুলো চিহ্নিত করে ঝুঁকি ব্যবস্থাপনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে সতর্কতার সঙ্গে কাজ করার জন্য পরামর্শ দেন।  উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা মোঃ রাফাত উল্লা খান ব্যাংকের প্রধান ঝুঁকিগুলো নিয়ে বিশ্লেষণ ধর্মী আলোচনা করেন এবং ঝুঁকি ব্যবস্থাপনায় করনীয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ দেন।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন