রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ , ৬ জুমাদাউস সানি ১৪৪৬

অর্থ ও বাণিজ্য
  >
কর্পোরেট সংবাদ

নিশানের ম্যাগনিটো কুরো কারের দাম ৮ লাখ

নিউজজি ডেস্ক ৯ অক্টোবর , ২০২৩, ১৬:৩১:২৪

142
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: নিশানের জনপ্রিয় গাড়ি ম্যাগনিটো কুরো। এই গাড়ি তিনটি হাই-এন্ড ভ্যারিয়েন্টে বিক্রি হয়। এগুলো হলো এক্সভি এমটি, টার্বো এক্সভি এমটি এবং টার্বো এক্সভি সিভিটি। এর মধ্যে বেশ ভার্সন ম্যাগনিটো কুরো। যার দাম ভারতে মাত্র ৮ লাখ ২৭ হাজার রুপি। ম্যাগনিটো কুরো একটি স্পোর্টস ইউটিলিটি ভেইকেল বা এসইউভি।

লুকের দিক থেকে নিশান ম্যাগনিটো কুরো ভ্যারিয়েন্টে থাকছে গ্লসি ব্ল্যাক এক্সটিরিয়ার কালার স্কিম। এডিশনটিতে ব্ল্যাকড-আউট এলিমেন্টস দেওয়া হয়েছে যেমন গ্রিল, স্কিড প্লেট, বাম্পার্স, হেডলাইট অ্যাক্সেন্ট, ডোর হ্যান্ডেল, রুফ রেইল এগুলির সবই ব্ল্যাকে পেইন্ট করা রয়েছে। নিশান এবং ম্যাগনিটো ব্যাজগুলো ফ্রন্ট ও রিয়ারে আগের মতো একই ক্রোম অ্যাক্সেন্টে দেওয়া হয়েছে। অতিরিক্ত ফিচারের দিক থেকে রয়েছে অ্য়ালয় হুইলে রেড ক্যালিপার্স।

গাড়িটির ইন্টিরিয়ারেও অল-ব্ল্যাক থিম দেওয়া হয়েছে। ড্যাশবোর্ড, সেন্টার কনসোল, সিট এবং আপহলস্ট্রি এবারে মনোক্রমাটিক স্কিমে এসেছে।

নিশান ম্যাগনিটো কুরোর প্রিমিয়াম অ্যাপিয়ারেন্স বাড়াতে তার কেবিনে পিয়ানো-ব্ল্যাক ফিনিশ দেওয়া হয়েছে। গাড়িটির ফিচার আগের মতো একই রাখা হয়েছে। রয়েছে ৮ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, ওয়্যারলেস চার্জিংয়ের মতো জরুরি ফিচারগুলো।

স্ট্যান্ডার্ড ভার্সনের মতোই এই নিশান ম্যাগনিটো কুরো এডিশনে একই পাওয়ারট্রেন অপশন রয়েছে। ১.০ লিটার পেট্রল এবং ১.০ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন রয়েছে গাড়িটিতে।

ন্যাচেরালি অ্যাসপিরেটেড পেট্রোল মোটরটি ৭১ বিএইচপি হর্সপাওয়ার পাওয়ার এবং ৯৬ নিউটন মিটার পিক টর্ক দিতে পারে। অন্য দিকে গাড়িটির পেট্রোল ইঞ্জিন ৯৯ বিএইচপি পাওয়ার এবং ১৫২ নিউটন মিটার পিক টর্ক দিতে পারে।

নিউজজি/ এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
এ বিভাগের অন্যান্য সংবাদ