মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯ , ২৮ শাবান ১৪৪৪

অর্থ ও বাণিজ্য
  >
কর্পোরেট সংবাদ

ভাইব্রেন্ট এখন খুলনায়

নিউজজি ডেস্ক ৯ জানুয়ারি , ২০২৩, ০১:২৭:৫৯

110
  • ভাইব্রেন্ট এখন খুলনায়

ঢাকা: ফ্যাশান লাইফস্টাইল ব্যান্ড ভাইব্রেন্ট এখন খুলনার শিববাড়ির মোরে। এটি ভাইব্রেন্টের ২৩তম আউটলেট। ৫ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা ২টায় খুলনার শিববাড়ির মোরে নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মোল্লা। তিনি জানান, ফ্যাশান সচেতন খুলনাবাসীর জন্য ভাইব্রেন্ট উন্মোচন করবে এক নতুন মাত্রা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইব্রান্ট ও ই-এস বাংলা লিমিটেড গ্রুপের উচ্চ-পদস্থ কর্মকতা এবং খুলনার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। উদ্বোধনী উপলক্ষ্যে খুলনাবাসীর জন্য ভাইব্রেন্ট দিচ্ছে সপ্তাহব্যাপী ২৩% ডিসকাউন্ট এবং ফ্রি গিফট।

খুলনার শিববাড়ির মোরের সুবিশাল এই ফ্ল্যাগশিপ স্টোরটিতে রয়েছে সকল বয়সি মানুষের জন্য ট্যান্ডি সুজ, পোশাক ও এক্সেসোরিজ। এতে আরও রয়েছে শীতের নতুন সব ক্যালেকশান। প্রতি সপ্তাহেই শীত উপলক্ষ্যে থাকবে নতুন স্টাইলের পণ্যসামগ্রী, যা নজরকাড়বে সবার। খুলনার ফ্যাশান সচেতন মানুষদের জন্য ভাইব্রেন্ট হতে যাচ্ছে ওয়ান স্টপ শপিং স্যলিয়ুশান।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন