শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯ , ৯ রমজান ১৪৪৪

অর্থ ও বাণিজ্য
  >
কর্পোরেট সংবাদ

ফাফকোর মহাপরিচালক হলেন ইমরানুর রহমান

নিউজজি ডেস্ক ৪ জানুয়ারি , ২০২৩, ১৯:২৪:২০

82
  • ফাফকোর মহাপরিচালক হলেন ইমরানুর রহমান

ঢাকা: করপোরেট ফুটবলার ও করপোরেট ফুটবল সংগঠক, লায়লা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিজিএমইএ-এর পরিচালক ইমরানুর রহমান এশিয়ান ফেডারেশন অব কর্পোরেট ফুটবলের (ফাফকো) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব কর্পোরেট ফুটবলের (ফিফকো) সাবেক ভাইস প্রেসিডেন্ট ফর স্ট্র্যাটেজি ইমরানুর রহমান তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, এটি অবশ্যই আমার এবং আমার দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। নতুন দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এটি আমাকে বাংলাদেশের ফুটবলের উন্নয়ন ও প্রসারে আরো কাজ করতে অনুপ্রাণিত করবে।

বান্দো ডিজাইনের এ অধিনায়ক বলেন, ‘ফুটবল এবং বিশেষ করে করপোরেট ফুটবল কাপের বিশ্বে এশিয়া দ্রুততম প্রবৃদ্ধির অঞ্চলের প্রতিনিধিত্ব করছে এবং আমি এই চ্যালেঞ্জটি গ্রহণ করতে পেরে আনন্দিত।’ করপোরেট ফুটবলের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা ফিফকোর এশিয়ান বিভাগ হলো ফাফকো। ফিফকোর সদর দফতর কানাডার মন্ট্রিয়লে অবস্থিত।

সারা বিশ্বের ৬৫টি দেশের দেড় লাখ কোম্পানির ২৫ লাখেরও বেশি খেলোয়াড়ের সমন্বয়ে গঠিত করপোরেট ফুটবলের একমাত্র বৈশ্বিক সংগঠন ফিফকো। সংস্থাটি ওয়ার্ল্ড করপোরেট চ্যাম্পিয়ন্স কাপের অফিসিয়াল অর্গানাইজার।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন