শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯ , ২ রমজান ১৪৪৪

অর্থ ও বাণিজ্য
  >
ব্যাংক-বীমা

‘পদ্মা সেতু’ উদ্বোধন স্মরণীয় রাখতে ১০০ টাকার স্মারক রৌপ্য মুদ্রা

নিউজজি ডেস্ক ১৯ জানুয়ারি , ২০২৩, ১৯:২৩:৫৯

93
  • ছবি: ফাইল

ঢাকা: ‘জাতির গৌরবের প্রতীক-পদ্মা সেতু’ উদ্বোধন স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে  ১০০ টাকা মূল্যমান স্মারক রৌপ্য মুদ্রা মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ২২-০১-২০২৩ তারিখ হতে উক্ত স্মারক রৌপ্য মুদ্রা বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস হতে এবং পরবর্তীতে অন্যান্য শাখা অফিস হতে পাওয়া যাবে। 

১০০ টাকা মূল্যমান স্মারক রৌপ্য মুদ্রার ডিজাইন ও বৈশিষ্ট্য নিম্ন রূপ-

১০০ টাকা অভিহিত মূল্যের ৩৮ মিলিমিটার ব্যাসবিশিষ্ট ঢেউ খেলানো আকৃতির ও ৯২৫ ফাইন সিলভার দ্বারা নির্মিত স্মারক রৌপ্য মুদ্রাটির ওজন ৩০ গ্রাম। স্মারক রৌপ্য মুদ্রার সম্মুখভাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি, প্রতিকৃতির উপরিভাগে ‘জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু’ এবং নিচের ভাগে ‘বাংলাদেশ ব্যাংক’, মূল্যমান ‘১০০’ ও ‘একশত টাকা’ অর্ধবৃত্তাকারভাবে মুদ্রিত রয়েছে। এছাড়া, স্মারক মুদ্রার পেছনভাগে পদ্মা সেতু’র একটি ছবি এবং সেতুর উপরে ÔPadma Bridge- The Symbol of national pride’  এবং নিচে ‘ÔOne Hundred Taka’’ এবং মুদ্রণ সাল ২০২২ অর্ধবৃত্তাকারভাবে মুদ্রিত রয়েছে। স্মারক বাক্সসহ স্মারক রৌপ্য মুদ্রাটির মূল্য নির্ধারণ করা হয়েছে $৫,০০০ (পাঁচ হাজার টাকা মাত্র)।

নিউজজি/ এএন

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন