মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯ , ২৮ শাবান ১৪৪৪

অর্থ ও বাণিজ্য
  >
ব্যাংক-বীমা

সাউথ বাংলা ব্যাংকের নতুন অফিসারদের বুনিয়াদী প্রশিক্ষণ উদ্বোধন

নিউজজি ডেস্ক ১১ জানুয়ারি , ২০২৩, ১৮:৪৩:৩০

77
  • সাউথ বাংলা ব্যাংকের নতুন অফিসারদের বুনিয়াদী প্রশিক্ষণ উদ্বোধন

ঢাকা: পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে ট্রেনিং ইনিস্টিটিউটে প্রশিক্ষণ কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসেন ভুঁইয়া ও একেএম রাশেদুল হক চৌধুরী এবং ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল একেএম ফজলুর রহমান উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে হাবিবুর রহমান ব্যাংকিং সেক্টরের চলমান চ্যালেঞ্জ মোকাবেলায় কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও সেবার মানোন্নয়নের পাশাপাশি সততার ওপর জোরারোপ করেন। তিনি ব্যাংকিং নিয়মাচার পরিচালনে সর্বদা সচেষ্ট থাকার আহ্বান জানান। বুধবার (১১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন