রবিবার, ২ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯ , ১১ রমজান ১৪৪৪

অর্থ ও বাণিজ্য
  >
অ্যানালাইসিস

ইন্দোবাংলা ফার্মার শেয়ার দর ‘রিফর্ম’ করবে

শাহীনুর ইসলাম ১ সেপ্টেম্বর , ২০২২, ২০:৪৬:৩৩

336
  • আমার স্টক থেকে নেয়া গ্রাফ

ঢাকা: ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালসের চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে মুনাফা অনেক কমলেও শেয়ারপ্রতি দরে এগিয়ে রয়েছে। চলতি সপ্তাহের তিন কার্যদিবস শেয়ারপ্রতি দর বৃদ্ধির পরে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ২০ টাকা ৯০ পয়সায় লেনদেন শেষ হয়।

তবে আগামী সপ্তাহের শুরুতে শেয়ারপ্রতি দর ‘রিফর্ম’ করতে পারে বলে আভাস মিলছে।

চলতি হিসাববছরে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানির তিন প্রান্তিক মিলে ইপিএস হয়েছে ৭৯ পয়সা; গত বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ১ টাকা ২৪ পয়সা। যদিও বিগত বছরেও মুনাফার রেকর্ড ছিল বেশি এবং চলতি বছরে তা কমে অর্ধেকে নেমেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানির ‌শেয়ারপ্রতি আয় (EPS) হয়েছে ১২ পয়সা এবং গত বছর একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ৪২ পয়সা।

অভিযোগ ছিল, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এফ এম আনোয়ারুল হক সাব্বিরের আপন বড়ভাই সানোয়ারুল হক সগীর ঔষুধ প্রশাসনের কাছে ভুয়া এবং ক্ষতিকারক ঔষধ বাজারজাতের কথা জানান।

২০২১ সালের মার্চ মাসে অভিযোগের পরে বরিশাল নগরীর কলেজ রোড এলাকায় ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের কোম্পানি পরিদর্শন করে ঔষধ প্রশাসন অধিদপ্তরের তদন্ত দল। সেখানে তারা অভিযোগের সত্যতা খুঁজে পান।

নিষিদ্ধ ও বাতিল করা ওষুধ বিক্রি করায় কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা বা ইপিএস বাড়ে।

যদিও অভিযোগের সত্যতা খুঁজে পাওয়ায় ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং লাইসেন্সিং অথরিটি (ড্রাগস) ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের ১৩ পদের ওষুধ উৎপাদন, মজুদ, বিক্রয়ের জন্য বিতরণ ও প্রদর্শন নিষিদ্ধ করে। এরপরে চরতি বছরে কোম্পানির মুনাফা পড়তে থাকে। যা তিন প্রান্তিকেই দৃশ্যমান।

নিষিদ্ধ ওষুধগুলো হলো- ইন্দোফেনাক ১০০ এসআর ক্যাপসুল, কোট্রিমক্স ডিএস ট্যাবলেট, টেনসারিল ট্যাবলেট, ইন্দোস্টিন-আর ১৫০ ট্যাবলেট, কোটিমক্স সাসপেনসন, মেট্রল সাসপেনসন, মেট্রল ট্যাবলেট, ইন্দোপ্লেক্স-বি ট্যাবলেট, প্যারাসিটামল ট্যাবলেট, রিবোফ্লাভিন ট্যাবলেট, ইন্দোফ্লক্স ক্যাপসুল, ইন্দোমক্সিন ক্যাপসুল এবং ইনডক্স ক্যাপসুল।

ইন্দো-বাংলা ফার্মার শেয়ারপ্রতি দর তিন কার্যদিবস দর বৃদ্ধির পরে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ২০ টাকা ৯০ পয়সায় স্থির হয়।

তবে আমার স্টকের অ্যানালাইসেস বলছে, আগামী সপ্তাহের রোববার শেয়ারপ্রতি দর স্থানান্তর হয়ে বা সামান্য কমে ২০ –এর কোঠায় স্থান নিতে পারে। এরপরে সোমবার থেকে স্বল্প সময়ের জন্য সামান্য উর্দ্ধমূখী হওয়ার আভাস মিলেছে।

ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালসের আগামী সপ্তাহে শেয়ারপ্রতি দর রিফর্শ করার আভাস দিচ্ছে। কোম্পানির ২০২১ সালের ১০ অক্টোর সর্বোচ্চ দর ছিল ২৭ টাকা।

নিউজজি/শানু

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন