রবিবার, ২ এপ্রিল ২০২৩, ১৮ চৈত্র ১৪২৯ , ১১ রমজান ১৪৪৪

অর্থ ও বাণিজ্য
  >
অ্যানালাইসিস

করোনার ধাক্কা সামলে উঠছে শাশা ডেনিমস

শাহীনুর ইসলাম : ৩ জানুয়ারি , ২০২২, ১৯:৫৬:৩১

546
  • কোম্পানির অ্যানালাইসেস রিপোর্ট

ঢাকা: করোনার ধাক্কা সামলে উঠছে শাশা ডেনিমস লিমিটেড। ২০২০ সালে করোনাভাইরাসের ধাক্কায় কমে কোম্পানির মুনাফা ছিল মাত্র ২৮৯ কোটি টাকা। অর্থাৎ গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় ছিল ১১ পয়সা।

চলতি বছরে সেই ধাক্কা সমালে প্রথম প্রান্তিকেই প্রায় চারগুণ মুনাফা করেছে। অর্থাৎ চলতি বছরে শেয়ারপ্রতি আয় হয়েছে ৪৩ পয়সা। তবে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলে তৃতীয় বছরে ব্যাপক মুনাফার আভাস দিয়েছে কোম্পানির কর্তৃপক্ষ।

গত বছরের তুলনায় ২০১৯-২০ অর্থবছরে বেসিক আনিং পার শেয়ার হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। ২০১৮-১৯ অর্থবছরে বা করোনাকালে ছিল ১ টাকা ২৬ পয়সা। 

এদিকে সোমবার (৩ জানুয়ারি) কোম্পানির শেয়ারপ্রতি দর ছিল ২৫ টাকা।

স্টক বাংলাদেশের সোমবারের গ্রাফ

করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় দেশের শিল্পখাতে নতুন করে প্রাণ ফিরেছে। দেশের তৈরি পোশাকখাতে করোনাকালে জিডিপি প্রবৃদ্ধি করে আসলেও নতুন বছরে তা বাড়তে শুরু করেছে।

একটি গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বে ডেনিমস বিক্রেতার মধ্যে প্রথম স্থানে রয়েছে চীন। ইতোমধ্যে তৈরি এবং বিপননে দ্বিতীয় অবস্থার ধরে রেখেছে বাংলাদেশ। তাইওয়ান এবং ভারত অনেক দুর এগিয়ে গেলেও দেশে দুটি আবারো পিছিয়ে পড়ে।

তবে বাংলাদেশে শীর্ষ ১০টি কোম্পানির মধ্যে রয়েছে শাশা ডেনিমস লিমিটেড। বিশ্বে প্রতিবছর প্রায় ২.১ বিলিয়ন ডেনিমস বিক্রি করা হয়। তার উল্লেখযোগ্য পরিমাণ বিদেশে রপ্তানি করে প্রতিষ্ঠানটি।

ডিএসইর সোমবারের গ্রাফ

বাংলাদেশের ডেনিম ফেব্রিক ম্যানুফ্যাকচারিং কারখানার তালিকার শীর্ষে রয়েছে ১০টি কোম্পানি। তার মশ্যে রয়েছে—হা মীম ডেনিমস লিমিটেড, বেক্সিমকো ডেনিমস লিমিটেড, পারটেক্স ডেনিম, চট্টগ্রাম ডেনিমস লিমিটেড, প্যাসিফিক ডেনিমস লিমিটেড, এনভয় টেক্সটাইল লিমিটেড, যমুনা ডেনিমস লিমিটেড, আর্গন ডেনিমস লিমিটেড ও মাহমুদ ডেনিমস লিমিটেড।

বিশ্বে আরো প্রভাব বিস্তার করতে ২০১৯ সালে বিদেশি ইওএস টেক্সটাইলস মিলস লিমিটেডের ১১০ কোটি ৬৮ লাখ ৩৫ হাজায় ৮০ শতাংশ শেয়ার কিনে নেয় শাশা। ২০২১ সালের জানুয়ারি মাসে আরো ১৮% শেয়ার ২১ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৮৮৫ টাকা ব্যয়ে বিদেশি কোম্পানির ৯৮ শতাংশের মালিকানা নেয় শাশা ডেনিমস লিমিটেড।

যে কারণে ১৯৯৬ সালে ব্যবসা শুরু করা শীর্ষ ডেনিম (জিন্স) উৎপাদনকারী কোম্পানিটির সম্ভাবনা আরো বাড়ছে। যে কারণে ব্যবসা সম্প্রসারণে জমিগ্রহণ ও ডিইপিজেডে মূল জমির অতিরিক্ত আরো ৪ হাজার ৫১২ বর্গফুটের দুটি প্লট গ্রহণ করেছে।

ইওএস টেক্সটাইল ইতালির বার্তো ইজি ইন্ডাস্ট্রি তেসিলে এসআরএলের একটি সিস্টার কনসার্ন। ডিইপিজেডে শাশা ডেনিমসের কারখানার পাশেই ১২টি প্লটের ওপর এর কারখানা অবস্থিত।

কোম্পানির বার্ষিক প্রতিবেদন চিত্র

আর্থিক প্রতিবেদন অনুসারে শাশা ডেনিমস লিমিটেড ২০২০ সালে (৬ মাসে) ৬১ কোটি ১২ লাখ এবং ৯ মাসে মুনাফা করেছে ৮৮ কোটি ৯৭ লাখ টাকা।

২০২০ সালে ৫ শতাংশ বোনাস এবং ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানকারী কোম্পানিটির তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৩ পয়সা। যা গত বছর একই সময় ছিল ২০ পয়সা এবং সে হিসাবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৪৩ পয়সা বা ২১৫ শতাংশ।

চলতি ২০২০ সালে শাশা ডেনিমস ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস মিলে মোট ১০ শতাংশ লভ্যাংশ প্রদান করে।

 

নিউজজি/শানু/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন