মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

অর্থ ও বাণিজ্য

পহেলা বৈশাখে স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

নিউজজি ডেস্ক  ১৪ এপ্রিল , ২০২৫, ১১:৩৭:৫৪

76
  • ছবি: সংগৃহীত

ঢাকা: পহেলা বৈশাখের দিন বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। এদিকে আমদানি–রপ্তানি বন্ধ থাকায় দুই দেশের বন্দরে আটকা পড়েছে পণ্যবোঝাই ট্রাক। বন্ধ রয়েছে বন্দর ও কাস্টমসের কার্যক্রম। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রীদের চলাচল।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল থেকে ফের আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, বাংলাদেশে পয়লা বৈশাখ সরকারি ছুটি থাকায় একদিন আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

বেনাপোল চেকপোষ্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, সোমবার দু দেশে সরকারি ছুটির ফলে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ আছে। তবে পণ্য খালাস করে বিশেষ ব্যবস্থায় ফিরে গেছে খালি ট্রাকসহ ড্রাইভার ও হেলপাররা।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক আছে।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন