সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

অর্থ ও বাণিজ্য

প্রয়াত শিল্পপতি মোস্তফা গোলাম কুদ্দুসের সম্মাননা গ্রহণ করেন তার সহধর্মিনী ফজলুতুন্নেসা

নিউজজি ডেস্ক ৮ ফেব্রুয়ারি , ২০২৫, ২২:০১:৩৯

134
  • ছবি : সংগৃহীত

ঢাকা: আজ রাজধানীর মালিবাগস্থ ইম্পেরিয়াল ভবনে রুপালি ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের বাৎসরিক বিপণন সভায় কোম্পানির প্রাক্তন চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুসের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেছেন তার সহধর্মিনী ফজলুতুন্নেসা। ১৯৮৮ সালে কোম্পানির প্রতিষ্ঠালগ্ন থেকে সফলভাবে কোম্পানির নেতৃত্ব দিয়ে আসা মোস্তফা গোলাম কুদ্দুসকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। তিনি গত ২৫ জানুয়ারি ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিন সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক কাজী মুনিরুজ্জামান, মোস্তফা কামরুস সোবহান, শেখ মো. দানিয়েল, কোম্পানির সিইও ফৌজিয়া কামরুন তানিয়া এবং কোম্পানির অন্যান্য বোর্ড সদস্য, উপদেষ্টা, পরামর্শক, উর্ধতন কর্মকর্তা, কর্মচারী, শাখা ব্যবস্থাপকসহ বিপণন ব্যবস্থাপকবৃন্দ।

বক্তারা তার অসামান্য অবদানগুলো স্মরণ করেন, বিশেষত দেশের স্বাধীনতা সংগ্রামে, পুলিশ বিভাগে, জাতীয় ইতিহাসে, পোশাক শিল্পে এবং নানা সামাজিক সেবায়। তারা বলেন, মোস্তফা গোলাম কুদ্দুসের শূন্যস্থান পূরণ করা সম্ভব নয় এবং তার মৃত্যু দেশের আর্থসামাজিক উন্নয়নে এক অপূরণীয় ক্ষতি।

বক্তারা আরও জানান, তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার হয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে মিথ্যা মামলায় জড়ানো হন এবং বিদেশে চিকিৎসা নিতে বাধা সৃষ্টির জন্য কিছু অসাধু কর্মকর্তার কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা সরকারের কাছে এর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত এবং অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য দাবি জানান।

এছাড়া, সভায় মোস্তফা গোলাম কুদ্দুসের বিদেহী আত্মার শান্তি কামনা করে একটি দোয়া মহফিলও অনুষ্ঠিত হয়।

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন