মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩১ পৌষ ১৪৩১ , ১৪ রজব ১৪৪৬

অর্থ ও বাণিজ্য

দুবাই-মেলবোর্ন রুটে এমিরেটসের বিরতিহীন তৃতীয় দৈনিক ফ্লাইট

নিউজজি ডেস্ক ১০ ডিসেম্বর , ২০২৪, ১৮:২৪:৩৩

146
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: এমিরেটস দুবাই-মেলবোর্ন রুটে তৃতীয় ননস্টপ দৈনিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে। ৩০ মার্চ ২০২৫ থেকে শুরু এই ফ্লাইট পরিচালনায় ব্যবহৃত হবে এমিরেটসের নবসজ্জিত চার শ্রেণী বিশিষ্ট বোয়িং ৭৭৭-৩০০ইআর। এই উড়োজাহাজটিতে জনপ্রিয় প্রিমিয়াম ইকোনমি সেবা এবং নতুন প্রজন্মের বিজনেস শ্রেণী আসন যুক্ত করা হয়েছে।

বর্তমানে, এয়ারলাইনটি দুবাই-মেলবোর্ন রুটে চার শ্রেণী বিশিষ্ট এয়ারবাস এ৩৮০ এর সাহায্যে দৈনিক দু’টি বিরতিহীন ফ্লাইট পরিচালনা করছে। অবশ্য, বোয়িং ৭৭৭-৩০০ইআর এর সাহায্যে ভায়া সিঙ্গাপুর মেলবোর্নে তৃতীয় আরেকটি দৈনিক ফ্লাইট পরিচালিত হচ্ছে। নতুন ফ্লাইট চালু হলে, দুবাই-মেলবোর্ন রুটে দৈনিক মোট চারটি ফ্লাইট চলাচল করবে।

এমিরেটসের নবসজ্জিত বোয়িং ৭৭৭ উড়োজাহাজের প্রথম শ্রেণীতে ৮টি স্যুইট, বিজনেস শ্রেণীতে ৪০টি, প্রিমিয়াম ইকোনমি শ্রেণীতে ২৪টি এবং ইকোনমি শ্রেণীতে ২৫৬টি যাত্রী আসন রয়েছে।

চতুর্থ দৈনিক ফ্লাইট চালু হলে দুবাই-মেলবোর্ন এবং দুবাই-সিডনী রুটে ভ্রমণের ক্ষেত্রে প্রতি সপ্তাহে উভয় দিকে ৩,৪৭২টি করে যাত্রী আসন পাওয়া যাবে।

এমিরেটস বর্তমানে অস্ট্রেলিয়ার পাঁচটি নগরীঃ সিডনী, মেলবোর্ন, ব্রিজবেন, পার্থ, এবং এডিলেডে ৭৭টি সাপ্তাহিক ফ্লাইট পরিচালিত করছে। অস্ট্রেলিয়ার কান্টাস বিমান সংস্থার সঙ্গে কোড শেয়ার পার্টনারশীপ থাকার ফলে, এমিরেটস যাত্রীরা অতিরিক্ত ১২০টি কোড শেয়ার গন্তব্যে ভ্রমণ করার সুযোগ পাচ্ছেন, যার মধ্যে ৬০টিই হলো অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের।

এমিরেটস বর্তমানে ঢাকায় সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে এবং যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের প্রায় ১৪০টি গন্তব্যে সুবিধাজনক সংযোগ পাচ্ছেন। একমাত্র এয়ারলাইন হিসেবে এমিরেটস বাংলাদেশে ‘প্রথম শ্রেণী’সেবা অফার করে।

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন