মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩১ পৌষ ১৪৩১ , ১৪ রজব ১৪৪৬

অর্থ ও বাণিজ্য

আগামী ৩ জানুয়ারি থেকে ভিয়েনায় এমিরেটসের রেট্রোফিট বোয়িং ৭৭৭ ফ্লাইট

নিউজজি ডেস্ক ৫ ডিসেম্বর , ২০২৪, ১৫:৫৭:১৭

97
  • সংগৃহীত

ঢাকা: আগামী বছরের ৩ জানুয়ারি থেকে দুবাই-ভিয়েনা রুটে একটি ফ্লাইট পরিচালনায় এমিরেটস তাদের নবসজ্জিত বোয়িং ৭৭৭ ব্যবহারের পরিকল্পনা করছে। ইউরোপীয় নেটওয়ার্কে ভিয়েনা চতুর্থ গন্তব্য যেখানে চার শ্রেণী বিশিষ্ট উন্নত এই বোয়িংগুলো চলাচল করবে।

এমিরেটসের এই নবসজ্জিত বোয়িংগুলোতে থাকছে প্রিমিয়াম ইকোনমি শ্রেণী। উড়োজাহাজের ইন্টেরিয়র এবং সকল কেবিনে নতুনত্ব আনা হয়েছে। বোয়িংগুলোর প্রথম শ্রেণীতে ৮টি স্যুইট, বিজনেস শ্রেণীতে ৪০টি, প্রিমিয়াম ইকোনমি শ্রেণীতে ২৪টি এবং ইকোনমি শ্রেণীতে ২৫৬টি যাত্রী আসনের ব্যবস্থা রাখা আছে।

এয়ারলাইন বহরের আধুনিকায়নের অংশ হিসেবে বোয়িং ৭৭৭ উড়োজাহাজগুলোর রেট্রোফিটের মতো মহাপরিকল্পনা হাতে নেয়া হয়েছে। ইতোমধ্যে ১০টি উড়োজাহাজের রেট্রোফিট কার্যক্রম শেষ হবার পর এগুলোর সাহায্যে জেনেভা, জুরিখ, ব্রাসেলস, হানেদা, রিয়াদ, কুয়েত, দাম্মাম, এবং শিকাগোতে ফ্লাইট পরিচালিত হচ্ছে।

এমিরেটস বর্তমানে বোয়িং ৭৭৭ এবং এয়ারবাস এ৩৮০ এর সাহায্যে অস্ট্রিয়ায় দৈনিক দু’টি ফ্লাইট পরিচালনা করছে। দুবাই-ভিয়েনা রুটে প্রতিদিন এক হাজারের অধিক যাত্রী পরিবহণ ক্ষমতা রয়েছে এয়ারলাইনটির। ২০০৪ সাল থেকে এমিরেটস ভিয়েনায় ফ্লাইট পরিচালনা করছে।

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন