রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ , ১৮ জুমাদিউল আউয়াল ১৪৪৭

অর্থ ও বাণিজ্য

১৩৫৫ কোটি টাকায় দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন

নিউজজি ডেস্ক ৩০ অক্টোবর , ২০২৪, ১৫:২০:০০

139
  • ছবি : সংগৃহীত

ঢাকা: পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুসরণ করে যুক্তরাষ্ট্র থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৩৫৫ কোটি ৮৯ লাখ টাকা।

বুধবার (৩০ অক্টোবর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে ২ কার্গো এলএনজি আমদানি করবে সরকার। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৩৫৫ কোটি ৮৯ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা।

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে যুক্তরাষ্ট্রের মের্সাস এক্সেলারেট এনার্জি এলপির কাছ থেকে এক কার্গো (১২-১৩ নভেম্বর ২০২৪ সময়ের জন্য ৩১তম) এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬৮৬ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার ২০০ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ)। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১৪.৫৫০০ মার্কিন ডলার।

এছাড়া পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-অনুযায়ী সরাসরি ক্রয় প্রক্রিয়া অনুসরণ করে যুক্তরাষ্ট্রের এক্সেলারেট এনার্জি এলপির কাছ থেকেই আরেক কার্গো (১৬-১৭ নভেম্বর ২০২৪ সময়ের জন্য ৩২তম) এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬৬৯ কোটি ৫০ লাখ ৭৯ হাজার ৩০০ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ)। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১৪.৬৫০০ মার্কিন ডলার।

সভায় এলএনজি ছাড়াও তেল, চিনি, ইউরিয়া সার ও ছোলা ক্রয়ের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকার।

নিউজজি/আরএইচ

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন