রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ , ২৪ মুহররম ১৪৪৭

অর্থ ও বাণিজ্য

সূচকের পতনে শেষ হলো লেনদেন

নিউজজি ডেস্ক ১১ জুন , ২০২৪, ১৫:৪২:৫৮

170
  • ছবি: সংগৃহীত

ঢাকা: মঙ্গলবার (১২ জুন) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্য সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে গতদিনের তুলনায় বেড়েছে লেনদেনের পরিমাণ। কমেছে ৩০৮ কোম্পানির শেয়ারের দর।

সূত্র মতে, এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ৩৫ দশমিক ৮৭ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৫ হাজার ৭০ পয়েন্টে।

এছাড়া, এদিন ডিএসইএস সূচক ৯ দশমিক ৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৮ দশমিক ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮০৩ পয়েন্টে।

ডিএসইতে আজ মোট ৪৩১ কোটি ৬৪ লাখ ৫৫ হাজার টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩১৮ কোটি ৭৮ লাখ ৫২ হাজার টাকা।

আজ শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৫১ কোম্পানির। শেয়ারদর কমেছে ৩০৮ কোম্পানির শেয়ারের দাম কমেছে। বাকী ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন