শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ , ১২ জুমাদাউস সানি ১৪৪৬

অর্থ ও বাণিজ্য

টিভিএসর স্মার্ট বাইক রেইডার

নিউজজি ডেস্ক ২০ নভেম্বর , ২০২৩, ১৭:৫৫:৫৯

169
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: ভারতের টিভিএসের তৈরি যতগুলো মডেলের মোটরসাইকেল আছে তার মধ্যে স্মার্ট খ্যাতি পেয়েছে রেইডার। বাংলাদেশেও এই বাইক দেদারসে বিক্রি হয়েছে। রেইডার ১২৫ সিসি সেগমেন্টের বাইক হলেও লুকিং ও ফিচার ১৫০ সিসির মতোই।

টিভিএস রেইডারে আছে ১২৪.৮ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বোচ্চ ১১.২ হর্সপাওয়ার এবং ১১.২ এনএম টর্ক তৈরি করে। সঙ্গে রয়েছে ৫ স্পিড গিয়ারবক্স। বাইকের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ১০ লিটার। যা বেশ বড়।

এছাড়াও বাইকে রয়েছে ১৭ ইঞ্চি অ্যালয় হুইল, টেলিস্কপিক ফর্ক/মনোশোক সাসপেনশন এবং ড্রাম ও ডিস্ক ব্রেক। বাইকের ওজন ১২৩ কেজি। বাইকের মাইলেজ ৬৭ কিলোমিটার প্রতি লিটার এবং সর্বোচ্চ গতি ৯৯ কিলোমিটার প্রতি ঘণ্টা।

একগুচ্ছ ফিচার্স দেওয়া হয়েছে এই বাইকে। এতে পাবেন টিএফটি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। যা সম্প্রতি টিভিএস এনটর্ক স্কুটারেও যোগ করা হয়েছে। সঙ্গে ব্লুটুথ কানেক্টিভিটি, কল অ্যালার্ট, নোটিফিকেশন অ্যালার্ট, নেভিগেশনসহ একাধিক সুযোগ-সুবিধা।

বাইকে আরও একটি দারুণ ফিচার রয়েছে। টিভিএস রেইডরের দুই হ্যান্ডেলে একটি এইচএমআই অ্যাকশন বাটন দেওয়া হয়েছে যা অনেকটা গেমিং কনসোলের অভিজ্ঞতা দেবে। বাম দিকের বাটন চেপে ভয়েস কমান্ড দিতে পারবেন। আবার ডান দিকের বাটন চাপলে স্ক্রিনের মেনু বার খুলে যাবে।

হ্যান্ডেলবারে থাকা এই বাটন দিয়ে ফোন কাল রিসিভ ও কাটতে পারবেন। ভয়েস কমান্ডের মাধ্যমে লোকেশন, নিকটবর্তী রেস্তোরাঁ, পেট্রল পাম্প ইত্যাদি সার্চ করা যাবে।

এই সকল ফিচার্স এবং সুবিধার কারণে বর্তমানে সবথেকে বেশি চাহিদায় রয়েছে টিভিএস রেইডার মোটরসাইকেল। সম্প্রতি বাইকের নতুন সুপার স্কোয়াড এডিশনও লঞ্চ করেছে টিভিএস। মূলত, এই এডিশনে বাইকের গ্রাফিক্সে চমক দিয়েছে সংস্থা। ইঞ্জিন পারফরম্যান্স একই রয়েছে।

নিউজজি/ এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন