সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ , ১০ রবিউস সানি ১৪৪৬

অর্থ ও বাণিজ্য

এবারের বাজেট বাস্তবায়নেও সরকার ব্যর্থ হবে না : অর্থমন্ত্রী

নিউজজি প্রতিবেদক ২ জুন , ২০২৩, ১৫:২৯:২৭

137
  • এবারের বাজেট বাস্তবায়নেও সরকার ব্যর্থ হবে না : অর্থমন্ত্রী

ঢাকা: এবারের বাজেট বাস্তবায়নেও সরকার ব্যর্থ হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা আছে বলেও জানান মন্ত্রী।

শুক্রবার (২ জুন) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে মন্ত্রী এই কথা বলেন। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেন। তবে অর্থমন্ত্রী দৃঢ়তার সঙ্গে জানান, এবারের বাজেটে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জিত হবে।

বাজেটোত্তর সংবাদ সম্মেলনে আরও উপস্থিত রয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি।

এছাড়া, বাংলাদেশ ব্যাংক গভর্নর, এনবিআর চেয়ার‌ম্যান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তারা সংবাদ সম্মেলনে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (১ জুন) বিকেলে জাতীয় সংসদে সাত লাখ ৬১ লাখ ৭৮৫ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

নিউজজি/এমএফ/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন