মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩১ পৌষ ১৪৩১ , ১৪ রজব ১৪৪৬

শিল্প-সংস্কৃতি

পদ্মা-মেঘনা-সুরমা-যমুনা নদীর কাছ থেকে চির বিদায় নিলেন তিনি!

নিউজজি ডেস্ক ৬ ডিসেম্বর, ২০২৪, ১৩:০৪:১১

211
  • পদ্মা-মেঘনা-সুরমা-যমুনা নদীর কাছ থেকে চির বিদায় নিলেন তিনি!

‘এই পদ্মা, এই মেঘনা, এই সুরমা-যমুনা নদী তটে/আমার রাখাল মন গান গেয়ে যায়/এ আমার দেশ, এ অমার প্রেম/আনন্দ-বেদনা, মিলন-বিরহ সংকটে।’ পদ্মা-মেঘনা-সুরমা-যমুনা নদীর তটে যে নিভৃতচারী গীতিকবির রাখাল মন গান গেয়ে যেত এত দিন—যিনি আমাদের মনে করিয়ে দিয়েছিলেন মল্লিকাদির নাম, (তোমরা ভুলে গেছ মলি্লকাদির নাম/ সে এখন ঘোমটা পরা কাজল বধূ দূরের কোনও গাঁয়…) অথবা ‘শুনিয়েছেন নিন্দার কাঁটা যদি না বিধিল গায় প্রেমের কী স্বাদ আছে বল?’ তিনি আর আমাদের মাঝে নেই। বৃহষ্পতিবার দিবাগত রাতে  তিনি এই দেশ ও এর নদীসমূহের মায়া ত্যাগ করে পরপাররের উদ্দেশে পারি জমিয়েছেন প্রখ্যত গীতিকবি আবু জাফর।

তিনি শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের গড়ের বাড়ি কাঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম খোন্দকার মো.জমির উদ্দিন। তিনি রাজশাহী ও ঢাকা বেতার এবং টেলিভিশনের নিয়মিত সংগীতশিল্পী ও গীতিকার ছিলেন।

তাঁর প্রকাশিত বইগুলোর মধ্যে আছে, ‘রাত্রি পুরোনো দিন’ (কাব্য), ‘বাজারে দুর্নাম তবু তুমিই সর্বস্ব’ (কাব্য), ‘বিপ্লবোত্তর সোভিয়েত কবিতা’।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন