রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ , ৬ জুমাদাউস সানি ১৪৪৬

শিল্প-সংস্কৃতি

শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত হল বঙ্গরঙ্গের নাটক ‘‌উন্মোচন’

নিউজজি প্রতিবিদেক ৫ জুন, ২০২৪, ১৩:৩৭:৫১

353
  • ছবি: সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে মঞ্চায়িত হয়েছে বঙ্গরঙ্গ নাট্যদলের ‘উন্মোচন’। নাট্যদলের তৃতীয় প্রযোজনা উন্মোচনের নতুন আঙ্গিকে পরিবেশনার উদ্বোধন প্রদর্শনী হলো। নাটকটি মূলত উৎপল দত্তের নাটক অনুসৃত। তার ‘রাতের অতিথি’ নাটকের দেশজকরণ এ নাটককে সবসময়ের জন্যই সমকালীন ও প্রাসঙ্গিক করেছে।

সমাজের তথাকথিত সম্মানিত ব্যক্তিরা কীভাবে তাদের হীন, উচ্চাভিলাষী মনোবৃত্তি নিয়ে সমাজকে কলুষিত করছে তারই প্রামাণ্য দলিল যেন উন্মোচন। বিভিন্ন ঘাতপ্রতিঘাতের মধ্য দিয়ে এসব ‘পিলারস অব সোসাইটি’-র মুখোশ খুলে আসল, নোংরা, ভিরু মানুষটিকে দর্শকের সামনে নিয়ে এসেছেন নাট্যকার।

একজন আদর্শবান তরুণের মধ্য দিয়ে নাটকে এসব ভণ্ডদের স্বরূপ উন্মোচন করার চেষ্টা হচ্ছে, যারা আমাদের আশপাশেই রয়েছে আর সমাজের নৈতিকতাকে নষ্ট করছে। সমাজের মহীরুহ স্বরূপ এ অসৎ মানুষগুলো কী আসলেই নৈতিকতা ও আইনের হাতে ধরা পড়বে? এসব প্রশ্নের উত্তর পাওয়া যায় উন্মোচন নাটকে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তন্ময়, মিথুন, দীপঙ্কর, শান্তনু, মাসুম, সরোয়ার, লাবণ্য, তিথি ও প্রখন। নাটকটি নির্দেশনায় ছিলেন নাট্যজন মিথুন মোস্তফা ও আসিফ মুনীর তন্ময়।

বঙ্গরঙ্গ নাট্যদলের কাছে জানা যায়, ২০০৫-০৬ সালে উন্মোচন নিয়মিত মঞ্চায়ন হয়েছে। প্রায় দুই যুগ পরে এসেও যে নাটকটি কত প্রাসঙ্গিক, এটা ভেবেই পুরনো ও নতুন নাট্যকর্মী নিয়ে বঙ্গরঙ্গ উন্মোচন নাটকটির আবার নিয়মিত মঞ্চায়ন শুরু করেছে।  পরিবেশনাটি দর্শকের মন জয় করছে নিশ্চিত।

নাটকটির প্রাণ এর বিষয়বস্তু ও আমেজের সঙ্গে অভিনেতাদের সামঞ্জস্যপূর্ণ অভিনয়। আবার অভিনয়প্রধান নাটকে মঞ্চসজ্জা, আলোকসম্পাত, সুর মূর্ছনার বাহুল্য বর্জিত এবং পরিমিত প্রয়োগ নাটকটিকে করেছে হৃদয়গ্রাহী।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন