সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

শিল্প-সংস্কৃতি

সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়ানোর দাবি

নিউজজি প্রতিবেদক ১ জুন, ২০২৪, ০০:২৫:৪০

155
  • সংস্কৃতি খাতে বরাদ্দ বাড়ানোর দাবি

ঢাকা: সাংস্কৃতিক জাগরণের লক্ষ্যে আগামী অর্থবছরে জাতীয় বাজেটের ন্যুনতম এক শতাংশ সংস্কৃতি খাতে বরাদ্দের দাবি জানিয়েছে উদীচী শিল্পীগোষ্ঠী। শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমিতে, এক সেমিনারে এ দাবি তুলে ধরা হয়। 

এসময় বক্তারা বলেন, ২০১০-১১ সালের পর ক্রমাগতভাবে সংস্কৃতি খাতে বাজেট কমে যাওয়ায়, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাতীয় জীবনে সংস্কৃতির চেতনা দুর্বল হওয়ায় অপসংস্কৃতির বিস্তার ঘটছে। শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন অসংগতি নিয়েও সমালোচনা করেন বক্তারা। 

আগামী দিনের নাগরিকদের মানবিক চিন্তা চেতনাকে সমৃদ্ধ করবে এমন চিন্তা করে বাজেট প্রণয়নের পরামর্শ দেন তারা। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন