শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ , ৫ জুমাদাউস সানি ১৪৪৬

শিল্প-সংস্কৃতি

ভাষা শহীদদের সঙ্গীতে শ্রদ্ধা জানালো ছায়ানট

নিউজজি প্রতিবেদক ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:০৩:২৪

463
  • ভাষা শহীদদের সঙ্গীতে শ্রদ্ধা জানালো ছায়ানট

ঢাকা: সঙ্গীতের আয়োজনে বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ করল ছায়ানট। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর ধানমণ্ডিতে ছায়ানট ভবনে অনুষ্ঠিত হয় এ আয়োজন। প্রতিষ্ঠানটির শিল্পীরা একক ও সম্মেলক গানে ফুটিয়ে তোলে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ ইতিহাস ও ঐতিহ্যকে। উপস্থান করে বাঙালির গৌরবের কথা। 

বুধবার সন্ধ্যায় দেশাত্মবোধক গানের এ পরিবেশনা উপভোগ করেন দর্শক-শ্রোতারা। সেখানে উঠে আসে বায়ান্নের ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তির লড়াইয়ের প্রসঙ্গ। 

অনুষ্ঠানে শ্রদ্ধা আর ভালবাসায় ভাষা শহীদদের স্মরণ করে অনেক খুদে শিল্পী। তারা গানে গানে শোনায় বাঙালির গৌরবের ইতিহাস।  

অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা বলেন, এ ধরণের উদ্যোগ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বাঙালির ঐতিহ্য সম্পর্কে সচেতন করবে। সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন