বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ , ৬ রবিউস সানি ১৪৪৬

শিল্প-সংস্কৃতি

মঞ্চে আসছেন ‘জীবন্ত’ মুনীর চৌধুরী

নিউজজি ডেস্ক ২৭ নভেম্বর, ২০২৩, ১৩:৩৬:০২

235
  • মঞ্চে আসছেন ‘জীবন্ত’ মুনীর চৌধুরী

আধুনিক বাংলা নাটকের পথিকৃৎ ও ভাষা আন্দোলনের প্রথম নাটকের রচয়িতা শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ৯৮তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে তাঁর কাব্যময় জীবন, কর্ম ও দর্শনকে উপজীব্য করে মঞ্চে আসছে নাটক ‘মুনীর চৌধুরী’। নাট্যদল থিয়েটার অঙ্গনের দশম প্রযোজনা এটি।

২৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চায়িত হবে নাটকটি। এবার এটির ২৫তম মঞ্চয়ান, যা রচনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন প্রবীর দত্ত।

নাটকটি প্রসঙ্গে এই নির্দেশক বললেন, ‘মুনীর চৌধুরীর জীবন ও দর্শন হলো নাটকটির অনুপ্রেরণা। উদাহরণস্বরূপ, আমরা এতে বিশ্ববিদ্যালয় থেকে তাঁর সাহিত্য যাত্রা এবং সামগ্রিক জীবনকে এই নাটকে অন্তর্ভুক্ত করেছি।’ জানা গেছে, নাটকে মুনীর চৌধুরীর জীবনদর্শনের পটভূমিই দৃশ্যকাব্যে রূপায়ণ হয়েছে। এতে উঠে এসেছে মুনীর চৌধুরীর ‘কবর’ নাটক রচনার ট্র্যাজেডি।

থিয়েটার অঙ্গনের এই প্রযোজনায় মুনীর চৌধুরীর চরিত্রে অভিনয় করেছেন মাহবুব আমিন মিঠু। ইনডিপেনডেন্ট ডিজিটালকে তিনি বললেন, ‘‘আমরা ‘মুনীর চৌধুরী’ নাটকটি যখন মঞ্চে আনার চিন্তা করলাম, তখন প্রয়াত জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, প্রয়াত জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান—তাঁদের সঙ্গে আলোচনা করি। এটা ২০১৬ সালের কথা। সেসময় আমরা ‍মুনীর চৌধুরীর ছোট সন্তান আসিফ মুনীর তন্ময় ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার—সকলের সঙ্গে আলোচনা করি।’’

যোগ করে তিনি বললেন, ‘এ চরিত্রে অভিনয় করাটা একটু চ্যালেঞ্জিং ছিল। তবে আমার প্রাপ্তি বলতে, শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর সরাসরি ছাত্র ছিলেন অধ্যাপক রফিকুল হক। তিনি আমাকে বলেছিলেন, তোমাকে দেখতেও মুনীর চৌধুরী স্যারের মতো লাগে। এখন তুমি যদি চরিত্রটি পারফর্ম করো, তবে ভালো হয়। তখন মুনীর চৌধুরী স্যারের জীবন-কর্ম-দর্শন ঘেঁটে আমরা দেখলাম, তিনি কীভাবে চলতেন, চশমাটা কীভাবে পরতেন, তাঁর ড্রেসআপ কেমন ছিল—এমন নানা বিষয় অনুসন্ধান করে চরিত্রটি আমরা ফুটিয়ে তুলেছি।’

নাটকটির মঞ্চ পরিকল্পনায় রয়েছেন আলি আহমেদ মুকুল। আবহ সংগীত করেছেন শিশির রহমান। কোরিওগ্রাফি করেছেন সম্বিতা রায়। অভিনয়ে মাহবুব আমিন মিঠু ছাড়াও রয়েছেন সাবিনা আক্তার, মো. রাজীব আহমেদ, মো. জয় আক্তার সজীব, সম্বিতা রায়, জান্নাতুল ফেরদৌস রশনি প্রমুখ। 

২৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় এই আয়োজনের প্রথম পর্বে সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক সচিব আকতারী মমতাজের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীকে নিয়ে আলোচনায় প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। এছাড়াও উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহুম্মদ নূরুল হুদা, নাট্যজন আতাউর রহমান ও শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর সন্তান আসিফ মুনীর। স্বাগত বক্তব্য রাখবেন থিয়েটার অঙ্গনের সভাপতি নাট্যজন মাহবুব আমিন মিঠু। আলোচনার পর সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন হবে নাটক ‘মুনীর চৌধুরী’।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন