বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ , ৬ রবিউস সানি ১৪৪৬

শিল্প-সংস্কৃতি

কবি ও নির্মাতা মাসুদ পথিকের জন্মদিন আজ

নিউজজি প্রতিবেদক ২০ নভেম্বর, ২০২৩, ১১:৫৮:০৫

157
  • কবি ও নির্মাতা মাসুদ পথিকের জন্মদিন আজ

ঢাকা: কলম হাতে তিনি কবি। গ্রাম-বাংলার প্রকৃতি আর জীবনাচারের সঙ্গে আধুনিক সময়ের মূল্যবোধ কিংবা প্রেম-ভালোবাসার অপূর্ব সংযোগ স্থাপন করেন তিনি। বেশ কিছু গ্রন্থ রচনা করে তিনি সাহিত্য অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন গুণী ব্যক্তিত্ব হিসেবে।

অন্যদিকে তার আরেকটি পরিচয় হচ্ছে নির্মাতা। ক্যামেরার পেছনে থেকে গল্প বলেন পর্দায়। সে গল্প মানুষের কথা বলে, মানবতার কথা বলে। আর নির্মাণের মুন্সিয়ানায় তিনি জিতে নেন পুরস্কার, সেই সঙ্গে দর্শকদের ভালোবাসা।

বলছি গুণী চলচ্চিত্র নির্মাতা ও কবি ড. মাসুদ পথিকের কথা। আজ ২০ নভেম্বর তার জন্মদিন। শুভ জন্মদিন মাসুদ পথিক। ১৯৭৯ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন।

স্কুল ও কলেজের পাঠ শেষ করে মাসুদ পথিক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চলচ্চিত্র ভাষায় পি, এইচ, ডি ডিগ্রি লাভ করেন। কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনে তিনি সক্রিয়ভাবে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

মাসুদ পথিক মোট ২১টি গ্রন্থের প্রণেতা। তার সাহিত্য রচনার মধ্যে রয়েছে- কৃষকফুল (১৯৯৬), বাতাসের বাজার (২০০৭), সেতু হারাবার দিন, চাষার বচন (২০১৬) ইত্যাদি। এছাড়া তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের নিয়মিত প্রকাশনা ‘মাতৃভূমি’র সম্পাদনা করেছেন টানা আট বছর। তিনি ‘গণতন্ত্র মুক্তি পাক’, ‘জননেত্রী শেখ হাসিনা’ নামের বই সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন।

মাসুদ পথিক নির্মিত প্রথম চলচ্চিত্র ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’। খ্যাতিমান কবি লির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে তিনি চলচ্চিত্রটি নির্মাণ করেন। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্র ছয়টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।

এরপর তিনি নির্মাণ করেছেন ‘মায়া: দ্য লস্ট মাদার’। কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা এবং চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘নারী’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেন তিনি। ২০১৯ সালে মুক্তির পর এটিও বিভিন্ন উৎসবে পুরস্কৃত হয়েছে।

মাসুদ পথিক কবিতা রচনা এবং চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি গবেষণার কাজ করেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শনের ওপর প্রায় দীর্ঘ পনেরো বছর ধরে গবেষণা করছেন।

কবিতা ও চলচ্চিত্রের জন্য বহু পুরস্কারে ভূষিত হয়েছেন মাসুদ পথিক। তার অর্জনের খাতায় রয়েছে- জাতীয় চলচ্চিত্র পুরস্কার, টেলিসিনে অ্যাওয়ার্ড-কলকাতা, কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার (২০১৩), ঋত্বিক ঘটক স্মৃতি পদক - কলকাতা (২০১৬), দিল্লি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কারসহ মোট ২৬টি পুরস্কার।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন