বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ , ১৭ জুমাদিউল আউয়াল ১৪৪৫

শিল্প-সংস্কৃতি

আজ রথীন্দ্রনাথ রায়ের জন্মদিন

নিউজজি প্রতিবেদক ২৩ জানুয়ারি, ২০২৩, ০৮:১১:৩০

115
  • আজ রথীন্দ্রনাথ রায়ের জন্মদিন

‘তুমি আরেকবার আসিয়া, যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কানতে চাই’- বেদনার্ত মনের অনুভূতি ভরা এই গান শোনেনি, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। যাদের জীবনে প্রেম এসেছে, তাদের কোনো একটা পর্যায়ে গিয়ে হলেও এই গানটি মনে জায়গা করে নিয়েছে। বিখ্যাত এই গানের শিল্পী রথীন্দ্রনাথ রায়। আজ ২৩ জানুয়ারি তার জন্মদিন। শুভ জন্মদিন রথীন্দ্রনাথ রায়।

১৯৪৯ সালের ২৩ জানুয়ারি নীলফামারী জেলার সূবর্ণখুলী গ্রামে জন্মগ্রহণ করেন রথীন্দ্রনাথ রায়। তার পিতা অন্যতম লোকসঙ্গীত শিল্পী, গীতিকার ও সুরকার হরলাল রায়। তিনি ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি অনুরক্ত ছিলেন এবং বাবার কাছেই সঙ্গীতের প্রাথমিক তালিম গ্রহণ করেন। এরপর তিনি ওস্তাদ পি. সি গমেজের কাছে সঙ্গীতে তালিম নেন।

মাত্র আট বছর বয়সেই রথীন্দ্রনাথ বেতারে গান পরিবেশন শুরু করেন। এরপর মাত্র তের বছর বয়সে টেলিভিশনে সঙ্গীত পরিবেশন করেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম কণ্ঠ ছিলেন তিনি। তার দরাজ কণ্ঠে অনুপ্রাণিত হয়েছিল অগণিত মানুষ।

মূলত উত্তরাঞ্চলে প্রচলিত লোক গানেই বেশি পাওয়া গেছে রথীন্দ্রনাথ রায়কে। তার কণ্ঠে জনপ্রিয়তা পাওয়া গানগুলোর মধ্যে রয়েছে- ‘তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া’, ‘খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে’, ‘সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে রে’, ‘ও যার অন্তরে বাহিরে কোনো তফাত নাই’, ‘কাউয়ায় কমলা খাইতে জানে না’, ‘আমি পাগল হব, পাগল নেব, যাব পাগলের দেশে’, ‘ও কি ও কাজল ভ্রমরারে’ ইত্যাদি।

রথীন্দ্রনাথ রায় বাংলাদেশের সাংস্কৃতিক প্রতিনিধি হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। ১৯৭৯ ও ১৯৮১ সালে ফিল্ম জার্নালিস্ট এসোসিয়েশন পুরস্কারে ভূষিত হন তিনি। এছাড়া ১৯৯৫ সালে সম্মানজনক একুশে পদক লাভ করেন গুণী এই শিল্পী। বর্তমানে কানাডায় বসবাস করেন রথীন্দ্রনাথ রায়।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন