মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০ , ১১ রবিউল আউয়াল ১৪৪৫

শিল্প-সংস্কৃতি

প্রাগ্রসরের আয়োজনে ‘নারীর রাতের যাত্রা’

নিউজজি প্রতিবেদক ২৪ নভেম্বর, ২০২২, ১৭:০০:৩২

325
  • ছবি: সংগৃহীত

নারীর প্রতি সমাজ আরোপিত সকল ধরণের প্রতিবন্ধকতা ও লিঙ্গভিত্তিক সহিংসতার মধ্যে একটি হলো নারীর ঘর থেকে বের হওয়ার সময় নির্ধারণ করে দেয়ার মাধ্যমে। শুধু মাত্র নারী হওয়ার কারণে নারীর চলাফেরাকে নিয়ন্ত্রণ করা। সমাজের মধ্যে অবস্থিত প্রচলিত পিতৃতান্ত্রিক রীতিনীতি, মূল্যবোধের দৃষ্টিতে সভ্য ও ভদ্র নারী কখনো রাতের বেলা বাইরে থাকে না।

নারীর সাথে রাতে ঘটে যাওয়া সহিংসতার ক্ষেত্রে, অপরাধীকে শাস্তির আওতায় না এনে উল্টো নারীকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়। সেই তথাকথিত দৃষ্টিভঙ্গির প্রতি, প্রতিবাদস্বরূপ প্রাগ্রসর এর আয়োজন ‘নারীর রাতের যাত্রা’।

একটি নারীবাদী ও নারী অধিকার ভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে প্রাগ্রসর নারীর প্রতি হওয়া বৈষম্য ও সহিংসতা নির্মূল করণের আন্তর্জাতিক ভাবে পালিত কর্মকান্ডের অন্তর্গত ১৬ দিন ব্যাপী নারীর প্রতি সহিংসতা বিলোপ পক্ষকাল নিয়মিত পালন করে থাকে। সেই ধারাবাহিকতায় আজ (২৪ নভেম্বর) রাত ১০ টা থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত প্রাগ্রসরের আয়োজনে পালিত হতে যাচ্ছে নানান ধরণের কর্মসূচি। যার সূচনা হতে যাচ্ছে নারীর রাতের যাত্রার মাধ্যমে।

যাত্রাটি প্রাগ্রসর অফিস প্রাঙ্গন ধানমন্ডি থেকে শুরু হয়ে ঢাকার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে টি এস সি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করে সংহতি প্রকাশের মধ্য দিয়ে সমাপ্ত হবে বলে জানা গেছে।

নিউজজি/রুআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন