বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ , ১৭ জুমাদিউল আউয়াল ১৪৪৫

শিল্প-সংস্কৃতি

বিশ্বকাপ উপলক্ষে কিশলয় যুব সংঘের পতাকা মিছিল

নিউজজি ডেস্ক ১৯ নভেম্বর, ২০২২, ১৯:০০:০৭

6K
  • ছবি: জাকির হোসেন

ঢাকা: বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলে নেই তো কি, ঢাকায় বিশ্বকাপ আছে পুরোদমে। ফিফা বিশ্বকাপকে সামনে রেখে শুক্রবার পুরাণ ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বকাপ মিছিল। কিশলয় যুব সংঘের আয়োজনে এই বিশ্বকাপ মিছিলে অংশ নেন সব বয়সের জনগণ। সঙ্গে ছিল বিশ্বকাপে অংশ নেয়া ৩২ দেশের পতাকা। যা কিশলয় যুব সংঘ নিজেরাই তৈরি করে নিয়েছেন।

মিছিলে অংশ নেন কিশলয় যুব সংঘের সভাপতি মির্জা মোহাম্মদ আকিল, সহ-সভাপতি সৈয়দ আরেফ হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ ফাইয়াজ আলী, সহ সাধারণ সম্পাদক সৈয়দ ফারহান হোসেন। আরও উপস্থিত ছিলেন সৈয়দ রাওশান হোসেন, সৈয়দ সায়রেক হোসেন, সংগঠনের সদস্য বৃন্দ এবং এলাকা বাসি।

বিকাল সাড়ে তিনটায় শুরু হওয়া মিছিলটি হোসেনি দালান থেকে বের হয়ে দোয়েল চত্ত্বর হয়ে টিএসসি ঘুড়ে ভিসির বাসভবনের সামনে থেকে উদয়ন বিদ্যালয়, জগন্নাথ হল থেকে বদরুন্নেমা কলেজ, বকশি বাজার ঘুড়ে আবার হোসেনি দালানে গিয়ে শেষ হয়।

কিশলয় যুব সংঘের সাধারণ সম্পাদক সৈয়দ ফাইয়াজ আলীর তত্ত্বাবধান ও সার্বিক সহায়তায় এই মিছিলের আয়োজন করা হয়।

নিউজজি/এসজেড

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন