বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ , ৯ শাওয়াল ১৪৪৫

শিল্প-সংস্কৃতি

‘শুদ্ধ সংস্কৃতি চর্চা বাড়ানোর তাগিদ'

চট্টগ্রাম অফিস ৩০ জুলাই, ২০২২, ১০:৪৬:৩৬

1
  • ‘শুদ্ধ সংস্কৃতি চর্চা বাড়ানোর তাগিদ'

চট্টগ্রাম : নতুন প্রজন্মকে শুদ্ধ সংস্কৃতি চর্চা বাড়াতে হবে। এজন্যে সবার ঐক্যবদ্ধ চেষ্টা প্রয়োজন বলে মনে করেন বিশিষ্টজনেরা। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক সংগঠন স্বপ্নতরীর ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা। 

অনুষ্ঠানে সংগঠনের প্রয়াত সদস্য ডাক্তার সামিনা আকতারের সম্মানে দুজন গুণী ব্যক্তিকে "ডাঃ সামিনা আকতার স্মৃতি সম্মাননা ২০২২” প্রদান করা হয়। সঙ্গীতে বিশেষ অবদানের জন্য অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলা এবং কবিতায় কামরুল হাসান বাদলকে সম্মাননা স্মারক দেয়া হয়। 

অনুষ্ঠানে স্বপ্নতরীর প্রতিষ্ঠাতা সদস্য ডাক্তার অনিন্দিতা চৌধুরী, বনকুসুম বড়ুয়া, সদস্য রাজদ্বীপ বিশ্বাস, জবাশ্রী দাশগুপ্ত উপস্থিত ছিলেন। পরে স্বপ্নতরীর সদস্যদের সাংস্কৃতিক পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন