শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

দেশ
  >
জনপদ

গাজীপুরে ছিন্নমূল ৩০০০ মানুষের মুখে ফুটেছে ঈদের হাসি

গাজীপুর প্রতিনিধি ১১ মে , ২০২১, ১৭:১৭:২২

423
  • ইন্টারনেট থেকে

গাজীপুর: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় দেশব্যাপী লকডাউন চলাকালে গরিব-অসহায়, ছিন্নমূল মানুষেরা পড়েছেন চরম বেকাদায়। অর্থের যোগান বন্ধ থাকায় অনাহারে-অর্ধাহারে দিন পার করতে হচ্ছে তাদের।

মহামারিতে গাজীপুরে সেই সব ক্ষতিগ্রস্ত দরিদ্র, অসহায় ও পিছিয়ে পড়া নিম্ন আয়ের ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান রাসেল।

মঙ্গলবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের চান্দন চৌরাস্তার চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এবং ভোগড়া এলাকায় নিজ বাড়িতে ৩ হাজার মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছেন। তাদের মুখে ঈদের খুশির হাসি ফুটেছে। 

নিজ উদ্যোগে ছিন্নমূল মানুষদের ডেকে এনে স্বাস্থ্য বিধি মেনে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন রাসেল। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- পোলার চাউলসহ ভাতের চাউল, আলু, পেঁয়াজ, দুধ, মুসরের ডাল, ভোজ্য তৈল, সেমাই, চিনি, শাড়ি ও লুঙ্গি।

এ সময় উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা রাহাত খান, হালিম মন্ডল, মনিরুজ্জামান মনির, সাখাওয়াত হোসেন, পাপেল সরকার, মোস্তাফিজুর রহমান, মোবারক হোসেন প্রমুখ।

নিউজজি/ এসআই

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন