মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ , ৮ জুমাদাউস সানি ১৪৪৬

দেশ
  >
জনপদ

গুরুদাসপুরের দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী ৭ জন, পাস করেনি কেউ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি ১৫ অক্টোবর , ২০২৪, ১৮:৪৯:৪৩

142
  • গুরুদাসপুরের দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী ৭ জন, পাস করেনি কেউ

নাটোর: নাটোরের গুরুদাসপুর উপজেলার দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজে এইচএসতি ফলাফল বিপর্যয় ঘটেছে। কলেজটির সাতজন পরীক্ষার্থীর কেউ পাস করেনি। এ কারনে হতাশ এলাকার অভিভাবকরা।

ফলাফল বিপর্যয়ের কারণ সম্পর্কে কলেজটির অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, তাঁর কলেজটি এখনো এমপিওভুক্তি হয়নি। প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখার স্বার্থে ঝরেপড়া শিক্ষার্থী সংগ্রহ করে প্রতিষ্ঠানের টাকায় ফরম ফিলাপ করা হয়ে থাকে।

এ কারণে ফলাফল বিপর্যয় ঘটেছে। আগামীতে ভালো কিছু করার চেষ্টা থাকবে। অধ্যক্ষ আরও জানান, গ্রামের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে ২০০২ সাল থেকে স্কুলটিকে কলেজ শাখায় উন্নীত করা হয়। প্রতি বছরই ৭ থেকে ১০জন করে শিক্ষার্থী থাকে। বিপরীতে কলেজ শাখায় ১৮জন শিক্ষক ও সাতজন কর্মচারী নিয়োগ করা হয়েছে। বিনা বেতনে পাঠদান করিয়ে থাকেন তাঁরা। গেল বছর ৯জন পরীক্ষায় অংশ গ্রহণ করে ৬জন পাস করেছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার দুঃখ প্রকাশ করে বলেন, শিক্ষার মান উন্নয়নে কাজ করবেন তিনি।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন