মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ , ৮ জুমাদাউস সানি ১৪৪৬

দেশ
  >
জনপদ

গাইবান্ধায় ইউপি চেয়ারম্যান-সদস্যদের বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি ১৫ অক্টোবর , ২০২৪, ১৮:৩৬:৪১

184
  • গাইবান্ধায় ইউপি চেয়ারম্যান-সদস্যদের বিক্ষোভ

গাইবান্ধা: দেশের সকল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মেম্বারগণের অপসারণে স্থানীয় সরকার উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছেন গাইবান্ধার ইউপি চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে গাইবান্ধা শহরের ডিবি রোডে এই বিক্ষোভ পালন করেন তারা। বিক্ষোভ মিছিলে গাইবান্ধা সাত উপজেলার ৮১টি ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের নারী সদস্যসহ সহস্রাধিক জনসাধারণ অংশ নেন। এতে পুরো শহর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এর আগে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় কর্মসূচিতে বক্তব্য রাখেন—সদর উপজেলার খোলাহাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম হক্কানি, লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলী খুশু, সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইটসহ অন্যরা। এ সময় বক্তারা অবিলম্বে স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও মহিলা সদস্যদের অপসারণের বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও উচ্চারণ করেন আন্দোলনকারীরা। পরে মানববন্ধন শেষে তারা গাইবান্ধার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেন।

এ ছাড়া আরও উল্লেখ করা হয়, ৫ আগস্ট (সোমবার) ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণের পর স্থানীয় সরকার বিভাগ ১৯ আগস্ট ইউনিয়ন পরিষদ সচল রাখা সংক্রান্ত একখানা পরিপত্র জারি করা হয়। স্থানীয় সরকার আইন ও উক্ত পরিপত্রের আলোকে আমরা খুব ভালোভাবে দায়িত্ব ও কর্তব্য পালন করে আসছি। কিন্তু সম্প্রতি স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ বেসরকারি একটি টিভি চ্যানেলে ইউনিয়ন পরিষদসমূহ মেয়াদের পূর্বেই ভেঙ্গে দেয়ার ইঙ্গিতপূর্ণ বক্তব্য প্রদান করেছেন। তাহার এমন বক্তব্যে আমরা ব্যথিত এবং ও অনিশ্চয়তায় ভুগছি। স্মারকলিপি স্থানীয় সরকার উপদেষ্টা জনাব এ এফ হাসান আরিফ এর বক্তব্য প্রত্যাহার করে মেয়াদের পূর্বে ইউনিয়ন পরিষদ যেন ভেঙ্গে দেয়ার অনুরোধ জানানো হয়।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন