মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ , ৮ জুমাদাউস সানি ১৪৪৬

দেশ
  >
জনপদ

কমলগঞ্জে চোরাই পথে আসা ভারতীয় শাড়ি উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি ১৫ অক্টোবর , ২০২৪, ১৮:১৪:৪০

98
  • কমলগঞ্জে চোরাই পথে আসা ভারতীয় শাড়ি উদ্ধার

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে চোরাই পথে আসা ভারতীয় শাড়ি উদ্ধার করেছে শমশেরনগর ফাঁড়ি থানা পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে চোরাই পথে ভারত থেকে আমদানি করা ৯০পিস ভারতীয় শাড়ি উদ্ধার করে শমশেরনগর ফাঁড়ি থানা পুলিশ। এ সময় অবৈধ এসব শাড়ি বহনের দায়ে একটি অটোরিকশা (সিএনজি) জব্দ করে পুলিশ।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক জানান, ‘ভারতীয় শাড়ির লেভেল পরিবর্তন করে চোরাই শাড়ি আসছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। সিএনজি চালক পুলিশ দেখে গাড়ি রেখে পালিয়ে যায়। সিএনজি অটোরিকশার ভেতরে তল্লাশি করে ৯০ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লক্ষ ৩০ হাজার টাকা। এ ঘটনায় কমলগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন