মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ , ৩ জুমাদিউল আউয়াল ১৪৪৬

দেশ
  >
জনপদ

শারদীয় দুর্গাপূজা উদযাপন মনিটরিং কমিটির মতবিনিময়-সভা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ৭ অক্টোবর , ২০২৪, ১৮:৫৭:১২

471
  • শারদীয় দুর্গাপূজা উদযাপন মনিটরিং কমিটির মতবিনিময়-সভা

মুন্সীগঞ্জ: শ্রীনগরে শারদীয় দুর্গা পূজা উদযাপনের লক্ষ্যে পূজা মণ্ডপ সমূহের সার্বিক কার্যক্রম মনিটরিং কমিটির মতবিনিময় সভা হয়েছে। সোমবার (৭ অক্টোবার) বিকাল সোয়া ৩টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এই মতবিনিময়-সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক মো. হাফিজুল ইসলাম খান, উপজেলা জামায়াত ইসলামী সায়েবে আমীর আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, ইসলামী রাজনৈতিক বিভিন্ন দলের শ্রীনগর শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শ্রীনগর উপজেলা শাখার সাধারণ শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মী-বৃন্দ। জানা গেছে, এবার শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ৮০টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এরই ধারাবাহিকতায় যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা মনিটরিং কমিটি গঠন করা হয়।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন